উধারবন্দে লাঠিগ্রাম মখাশাহ মোকামে মিলাদ ও ওয়াজ মহফিল রবিবার

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : আগামী ১৬ নভেম্বর রবিবার উধারবন্দের লাঠিগ্রামস্থিত হজরত মখাশাহ মোকাম প্রাঙ্গণে এক বৃহৎ মিলাদ ও ওয়াজ মহফিলের আয়োজন করা হয়েছে। মখাশাহ মোকাম কমিটির উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় মহফিলকে ঘিরে ইতোমধ্যে আয়োজকদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ঘনিয়ালা মখাশাহ মোকাম কমিটির সৌজন্যে অনুষ্ঠিতব্য এই ধর্মীয় সভায় এ অঞ্চলের বিশিষ্ট ইসলামিক পণ্ডিত ও ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানান, মাহফিলের কার্যক্রম সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ উপলক্ষে সকাল থেকে শিশুদের অংশগ্রহণে গজল ও কিরাত প্রতিযোগিতা আয়োজিত হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, কোরান পাঠ ও দোয়া মহফিলসহ অন্যান্য ধর্মীয় কর্মসূচি। আয়োজকরা জানান, বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে মূল ওয়াজ মাহফিল। মাহফিল শেষে জিকির রাজগার, জিকির মেলা, ফকির মেলা এবং সিরনি বিতরণের মাধ্যমে ধর্মীয় এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। মখাশাহ মোকাম কমিটির উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, এলাকার ধর্মপ্রাণ মানুষজনের উপস্থিতি ও সহযোগিতায় মাহফিলটি এক সফল ও শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *