লালপানিতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় দুই স্কুল পড়ুয়া শিশুর মৃত্যু, আহত মহিলা

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : ভয়ঙ্কর দুর্ঘটনা! অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় দুই স্কুল পড়ুয়ার মৃত্যু ঘটল। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শিলচর-ইম্ফল জাতীয় সড়কের লালপানি এলাকায়। জানা যায়, লালপানি সানরাইজ স্কুলের কেজি ওয়ান ও নার্সারির পড়ুয়া সনাতম্ব মিয়া ও আব্দুস সামাদ দু’জনকে সামাদের মা স্কুটি করে বাড়ি ফেরার পথে লালপানি এলাকায় একটি অয়েল ট্যাঙ্কার তার স্কুটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’টি শিশু প্রাণ হারায়। গুরুতর আহত হন সামাদের মাও।

এ দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান। দুর্ঘটনার খবর পেয়ে জিরিঘাট ও লক্ষীপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশের।

উল্লেখ্য, লালপানির বাসিন্দা সানাচাউ মিয়ার সন্তান সনাতম্ব এবং বুড়ু মিয়ার ছেলে সামাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *