দু’টি হাতি মৃত অবস্থায় উদ্ধার, বৈদ্যুতিক শকে মৃত্যু, ধারনা

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : কার্বি আংলং জেলার পূর্ব দিগারু এলাকায় দু’টি হাতি মৃত অবস্থায় পাওয়া যায়। হাই ভোল্টেজ পাওয়ার লাইন থেকে বৈদ্যুতিক শক লেগে হাতিগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার সকালে দেখে স্থানীয়রা হাতি দু’টির মৃতদেহ উদ্ধার করে এবং বনবিভাগকে ঘটনার খবর দিলে বন দফতরের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে।

কীভাবে হাতিগুলো বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলো তা জানা যায়নি। বন্যপ্রাণী যাতে ফসলি জমিতে প্রবেশ করতে না পারে সেজন্য তার বসানোর কারণে হাতিগুলো মারা যেতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

এদিকে আজ নগাঁও জেলার কামপুরে চিকিৎসাধীন অবস্থায় একটি সদ্যজাত হাতি বাছুর মারা গেছে। বাছুরটি শুক্রবার জন্মগ্রহণ করে এবং কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে।

বন কর্মকর্তারা বাছুরটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও দুর্ভাগ্যবশত চিকিৎসা চলাকালীন মারা যায়।

Author

Spread the News