অরুণাচল প্রদেশে শ্রমিক বোঝাই লরি দুর্ঘটনা, গ্রেফতার দুই

বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : অরুণাচল প্রদেশের ভারত–চিন সীমান্তে ৮ ডিসেম্বর সংঘটিত দুর্ঘটনার প্রসঙ্গে ইতিমধ্যেই তিনসুকিয়া সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পুলিশ দু’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনসুকিয়া সদর থানায় ৪৩২/২০২৫ নম্বরে একটি মামলা রুজু করে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১৪৩(৩)/১০৫/১২৫(b)/৬১(২) ধারাগুলি যুক্ত করা হয়েছে। উক্ত মামলার ভিত্তিতে তিনসুকিয়া পুলিশ সিরাজুল আহমেদ ও ছাইরুদ্দিন আলিকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

এ প্রসঙ্গে তিনসুকিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মৃণ্ময় দাস জানান, “সমগ্র ঘটনার প্রাথমিক তদন্ত আমরা অব্যাহত রেখেছি। তিনসুকিয়া সদর থানার অন্তর্গত সিরাজুল আহমেদ ও ছাইরুদ্দিন আলিকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। তারা শ্রমিকদের অরুণাচলে পাঠানোর সঙ্গে যুক্ত ছিল বলে তথ্য পাওয়া গেছে। পরবর্তী সময়ে তদন্তে আরও কারা জড়িত রয়েছে তা প্রকাশ্যে আসবে। উক্ত শ্রমিকদের একটি মালবাহী গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল কি না, শ্রমিক কার্ড ছিল কি না—এই সব বিষয়ও তদন্তে উঠে আসবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *