মর্মান্তিক দুর্ঘটনা! বন্ধুর বাহনের ধাক্কায় মৃত্যু যুবকের পাথারকান্দিতে

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : বন্ধুর বাহনের ধাক্কায় প্রাণ গেল আরেক বন্ধুর। রবিবার কালীপূজার রাতে পাথারকান্দিতে ঘটে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি। মৃত্যু হওয়া যুবকের নাম ভার্গব দাস (২৫), বাড়ি পাথারকান্দি শহরে। ভার্গব মা-বাবার একমাত্র সন্তান ছিল।

জানা গেছে, রবিবার কালীপূজার রাতে অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের মুণ্ডমালা খেলার মাঠের সামনে দুর্ঘটনাটি সংঘটিত হয়। ওই সময় ভার্গব দাস ও তার দুই সঙ্গী তখন মুণ্ডমালা শ্মাশান কালীবাড়ির পুজা দেখে জাতীয় সড়কের পাশ দিয়ে হেঁটে ঘরে ফিরছিল, ঠিক তখন লোয়াইরপোয়া থেকে পাথারকান্দি অভিমুখে আসা একটি আইটেন গাড়ি পেছন দিক থেকে তাকে ধাক্কা মেরে সড়কের পাশে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে ভার্গব দাসের মৃত্যু হয়। গুরুতর ভাবে আহত হন তার সঙ্গে কথা অপর বন্ধু গৌরভ পাল সহ আরেকজন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এসে তড়িঘড়ি করে আহতদের উদ্ধার করে পাথারকান্দি হাসপাতালের চিকিৎসা জন্য পাঠিয়ে দেন। পাশাপাশি দুর্ঘটনার খবর পাথারকান্দি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি নিজ হেফাজতে নিয়ে যায়।

মর্মান্তিক দুর্ঘটনা! বন্ধুর বাহনের ধাক্কায় মৃত্যু যুবকের পাথারকান্দিতে

স্থানীয়দের কথা মতে, দুর্ঘটনাটি এতই ভয়ানক ছিল যে বাহনের ধাক্কায় সড়কের পাশে থাকা লোহার রেলিঙ ভেঙে যায় এবং গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে মারাত্মক ভাবে আহত হয় গাড়ি চালক নবীন বনিক।

মর্মান্তিক দুর্ঘটনা! বন্ধুর বাহনের ধাক্কায় মৃত্যু যুবকের পাথারকান্দিতে

উল্লেখ্য, দুর্ঘটনায় মৃত হওয়া ভার্গব দাস পাথারকান্দির বিশিষ্ট ব্যবসায়ী পাথারকান্দি মডেল লাইব্রেরির মালিক ভাস্কর দাসের একমাত্ৰ ছেলে। আর দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক স্থানীয় তথা পাথারকান্দির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী পরিতোষ বানিকর ছেলে নবীন বনিক। মৃত ভার্গব দাস ও নবীন বনিক তারা দু’জন বন্ধু ছিল। ভাস্কর দাসের একমাত্র ছেলের মৃত্যুতে পরিবার সহ গোটা পাথারকান্দি শহর সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার এই অকাল মৃত্যু পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর পাথারকান্দির কর্মরত সাংবাদিক সংস্থার প্রাক্তন ও বর্তমান সভাপতি সম্পাদক সহ সদস্যরা। বিধায়ক কৃষ্ণেন্দু পাল, ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি আব্দুল মান্নান, করিমগঞ্জ জেলা কৃষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে, পাথারকান্দি কলেজের প্রিন্সিপাল ড. মঞ্জুরুল হক, কংগ্রেস নেতা প্রতাব সিনহা, শচীন সাহু, করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস সভাপতি নাসির উদ্দিন, এমএসএফের বরাক ভ্যালি জোনের ইনচার্জ বদরুল হক, প্রেড ফাউন্ডেশনের এটিএম জাকারিয়া কাসিমি, আছিমগঞ্জে জেলা পরিষদ সদস্যা মমতাজ বেগম, পাথারকান্দি ক্রীড়া সংস্থার সভাপতি কবির আহমেদ, পাথারকান্দি মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা, প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ, সাধারণ সম্পাদক অরূপ রায়।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News