ছোটমামদায় হেরোইন সহ আটক পাচারকারী

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : হেরোইন সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ। সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পায় পুলিশ। লক্ষীপুর ছোটমামদায় অভিযানে এএস ১১ডব্লু ২৫৩৬ নম্বরের স্কুটিতে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগের মধ্যে সন্দেহজনক হেরোইন থাকা ১৭টি সাবান কেস উদ্ধার করা হয়। ২১৫ গ্রাম ওজনের সন্দেহভাজন হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি পাচারকারী জগদীশ পাশীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

ছোটমামদায় হেরোইন সহ আটক পাচারকারী

Author

Spread the News