কয়লা খনিতে তিন শ্রমিকের দেহ উদ্ধার, রয়েছেন মন্ত্রী কৌশিক

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : উমরাংশু কয়লা খনিতে থেকে উদ্ধার তিনজনের মৃতদেহ। মৃত তিন শ্রমিক দলগাঁওয়ের মোস্তফা শেখ ও হোসেন আলি ও জাকির হোসেন।

এ দিকে, কোকরাঝাড়ের সার্পা বর্মণ ও খুচিমোহন রায়, শোণিতপুরের শরৎ গায়ারি এবং ডিমা হাসাও-র লিজান মোগারও আটকা পড়েছিলেন। খনিটিতে পশ্চিমবঙ্গ ও নেপাল থেকেও শ্রমিক রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী  কৌশিক রায়। জলে ভাসমান তিনটি লাশ উদ্ধার করা হচ্ছে। কয়লা খনিতে আরও বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ খনিতে নেমে গেলেও শ্রমিকদের উদ্ধার করতে পারেনি।

উল্লেখ্য, সোমবার সকাল ৯ টা থেকে কয়লা কোয়ারির ভেতরে আটকে রয়েছেন ২০ জন শ্রমিক। ৩০০ ফুট গভীর কয়লা কোয়ারিতে দ্রুত গতিতে জল ঢুকে প্রায় ১০০ ফুট জল জমা হয়ে পড়েছে। এতে দুশ্চিন্তা বাড়ছে।

কয়লা খনিতে তিন শ্রমিকের দেহ উদ্ধার, রয়েছেন মন্ত্রী কৌশিক

Author

Spread the News