দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

৭ জানুয়ারি : আগামী ৫ ফেব্রুয়ারি
দিল্লি বিধানসভা নির্বাচন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কমিশনের তরফে নির্বাচনের তারিখ ঘোষণা হয়। একদফায় ভোট হবে দিল্লিতে। নির্বাচনের তিনদিন পর অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ভোটগণনা। আগামী ১০ জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। পরের দিন স্ক্রুটিনি। ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

এ দিকে, বসিরহাটে উপনির্বাচন নিয়ে বলেন মামলা বিচারাধীন থাকার কারণে এখনও ভোট হবে না জানিয়েছে কমিশন।

দিন ঘোষণার আগে থেকেই অবশ্য নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজধানীতে। প্রথম তালিকায় ৭০ আসনের মধ্যে ২৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করলেও বিধানসভায় একলা চলো নীতি নিয়েছে আপ। সমস্ত আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল।

দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা

Author

Spread the News