আজ বিসর্জন, সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রস্তুত জেলা প্রশাসন

আজ বিসর্জন, সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রস্তুত জেলা প্রশাসন

বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : আজ বিজয়া দশমী! মা উমা মর্ত্য ছেড়ে পাড়ি দেবেন কৈলাসে। আর মৃন্ময়ী মূর্তির বিসর্জন হবে নদী বা জলাশয়ে। এই রীতি যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সেজন্য প্রস্তুত জেলা প্রশাসন। শিলচর শহরের সদরঘাটে থাকা প্রধান বিসর্জন ঘাটের প্রস্তুতি সম্পন্ন। সকাল থেকে শুরু হবে পারিবারিক ও বারোয়ারী পুজোর প্রতিমার বিসর্জন। এর আগে মহিলারা নিজ নিজ মণ্ডপে সিঁদুর খেলা ও মিষ্টিমুখ করতে ব্যস্ত রয়েছেন।

আজ বিসর্জন, সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রস্তুত জেলা প্রশাসন

এ দিকে, প্রতিমার নিরঞ্জনে সদরঘাট বিসর্জন ঘাটে রয়েছেন মেডিক্যাল টিম, এসডিআরএফ, পুলিশ ও পুরসভার কর্মকর্তারা। বিসর্জনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সচেষ্ট থেকেছে জেলা প্রশাসন। এ ছাড়াও এনআইটি ঘাটেও বিসর্জন করা হয়। জেলার সব ঘাটের প্রস্তুতি সম্পন্ন।

Author

Spread the News