দক্ষিণ কৃষ্ণপুরের লস্কর হার্ডওয়্যার ডাকাতির স্বীকার কাবুগঞ্জে পাকড়াও করা তিন ডাকাতের

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : সোনাই ও ধলাই পুলিশের যৌথ অভিযানে পাকড়াও করা তিন ডাকাত স্বীকার করল তারা সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুরের লস্কর হার্ডওয়্যার দোকান সহ জিরিঘাট ধাবা ও সোনাই পেট্রোল পাম্পে ডাকাতি করে। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তিনি জানান বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত আটটা নাগাদ কাবুগঞ্জ থেকে ভিন রাজ্যের তিন ডাকাতকে পাকড়াও করে সোনাই ও ধলাই পুলিশ। এই তিন ডাকাত কাছাড় জেলা এবং বরাক উপত্যকার অন্যান্য অংশে অসংখ্য ডাকাতির ঘটনায় জড়িত ছিল। তিন ডাকাত হল ডিমেনগেল লালবোই মাইকেল, পাওজালেন ডিমেনজেল ও থাংবোই ডিমেনগেল। তারা মণিপুরের কাংপোকপি জেলার সাইকুল থানার অধীন সাইজং এর বাসিন্দা।

তিনি বলেন, পুলিশ তাদের সাদা রঙের একটি ক্রেটা গাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। ১৫ রাউন্ড সহ একটি ৯ এমএম পিস্তল, ৫০ রাউন্ড গোলাবারুদ সহ একটি .২২ পিস্তল। পুলিশ বাজেয়াপ্ত করেছে গাড়িও। অতিরিক্ত পুলিশ সুপার বলেন,  জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে সোনাবাড়িঘাটের হার্ডওয়্যারের দোকান, জিরিঘাটে ধাবা ও সোনাই অঞ্চলের পেট্রোল পাম্পে ডাকাতি করেছে। এবং তারা জানিয়েছে যে সম্প্রতি তারা কলাসিবে অবস্থান করছে।

Author

Spread the News