বাইক চালককে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস, মৃত্যু তিন জনের

২৩ ফেব্রুয়ারি : ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায়। দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। জখম হয়েছেন আরও ২০ জনেরও বেশি। শনিবার ভরসন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা-বাসন্তী হাইওয়ের পাশে, মিনাখাঁর জয়গ্রাম মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী একটি বাস মালঞ্চের দিক থেকে মিনাখাঁর দিকে যাচ্ছিল। জয়গ্রাম মোড়ের কাছে হঠাৎ করে একটি মোটর বাইক রাস্তার উপরে উঠে যায়। ওই বাইক চালককে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় পুরো দোকানটি ভেঙে তছনছ হয়ে যায়। দোকানের ভিতরে থাকা এক মহিলা-সহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে, বহু মানুষ জখম হয়েছেন।

বাইক চালককে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস, মৃত্যু তিন জনের

Author

Spread the News