ভাগায় হৃদয়বিদারক ঘটনা! নির্মীয়মান সেতু থেকে নদীতে পড়ে মৃত্যু যুবকের

ভাগায় হৃদয়বিদারক ঘটনা! নির্মীয়মান সেতু থেকে নদীতে পড়ে মৃত্যু যুবকের

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : ভাগা-শেরখান সড়কের রুকনি সেতুতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নির্মীয়মান সেতুর কাজ দেখতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে নদীতে পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। রবিবার সকালে এই হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত হয়।
নিহত যুবকের নাম আনসার হোসেন (৪০)। তিনি ভাগা বাজারের বাসিন্দা এবং সেতু থেকে তার বাড়ির দূরত্ব মাত্র ৫০ মিটার হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১টার দিকে আনসার সেতুটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পা পিছলে গেলে তিনি প্রায় ৩০ ফুট উপর থেকে নদীতে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, আনসার একজন নির্মাণ শ্রমিক ছিলেন এবং যে সেতুটি ভেঙে পড়েছিল, সেই সেতুতে কাজ করেছিলেন তিনি। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিকের কাজ করছেন। তাঁর স্ত্রী দুরারোগ্যে আক্রান্ত হলে তিনি বাড়িতে আসেন।

ভাগায় হৃদয়বিদারক ঘটনা! নির্মীয়মান সেতু থেকে নদীতে পড়ে মৃত্যু যুবকের

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Author

Spread the News