সুতারকান্দি পোর্টার্স শ্রমিক ইউনিয়নের সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : ভারত-বাংলা সীমান্তে সুতারকান্দি পোর্টার্স শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি বিশিষ্টজনেরা। শনিবার গোটা দিন চলে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা ও প্রদর্শনী। বিকেলে আইনজীবী আবুল হাসনাত চৌধুরীর পৌরহিত্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেতাজির সংগ্রামী জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করে তাঁর অন্তর্ধানের তদন্তের দাবি জোরগলায় উত্থাপন করেন আবুল হাসনাত চৌধুরী।
অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন ল্যাণ্ড পোর্ট অথোরিটির সুপারিনটেনডেন্ট দেবব্রত বর্মণ, ইন্সপেক্টর সঞ্জয় কুমার, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, শিক্ষক শ্যামল নাথ, আব্দুর রকিব চৌধুরী, মোহনলাল বৈষ্ণব ও হোজাই আল-আমান হিউম্যান চেরিটেবল ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা আব্দুল শুক্কুর কাসিমি। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বিশেষ ট্রফি সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজল বিশ্বাস, ইমরান হোসেন, বিদ্যুৎ দাস, আবু বাক্কর, মিজানুর রহমান চৌধুরী, সমির উদ্দিন, আব্দুল কালাম, জাবের আহমেদ, সহিদ আহমেদ প্রমুখ। ধন্যবাদসূচক বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি করেন সভাপতি আবুল হাসনাত চৌধুরী।
