‘আম্রপালি’ সাহিত্য সংস্থার বাসন্তী আয়োজনে সংবর্ধিত পাঁচজন বিশিষ্ট ব্যক্তি

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : সাহিত্য তথা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ইন্দু-ঊষা স্মারক সন্মান প্রদান করল আম্রপালি সাহিত্য পত্রিকা। সম্মানপ্রাপকরা হলেন কবি-প্রাবন্ধিক আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য, প্রখ্যাত ছোটোগল্পকার মিথিলেশ ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বেলা দাস, দৈনিক ‘নববার্তা প্রসঙ্গে’র সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, ছোটোগল্পকার ড. স্বপ্না ভট্টাচার্য। তাঁদের হাতে ‘ইন্দু-ঊষা’ ও ‘আম্রপালি’ নামে বিশেষ জীবনকৃতী সম্মান তুলে দেওয়া হয়।

শনিবার শিলচরের’ মধ্যসহর সাংস্কৃতিক সমিতি’র সভাগৃহে এই অনুষ্ঠানের মূলত উদ্যোক্তা ‘আম্রপালি’ সাময়িকী সম্পাদক কস্তুরী হোম চৌধুরী ও সঙ্গীতশিল্পী শ্রাবণী সরকার। ইন্দু-ঊষা কস্তুরী হোম চৌধুরীর বাবা ও মা।

'আম্রপালি' সাহিত্য সংস্থার বাসন্তী আয়োজনে সংবর্ধিত পাঁচজন বিশিষ্ট ব্যক্তি

মিতা দাসপুরকায়স্থের সঞ্চালনায় মঞ্চে অতিথিদের বরণ পর্বের পর ড. তপোধীর ভট্টাচার্য প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে  প্রখ্যাত শল্য চিকিৎসক সমাজসেবী ডাঃ কুমারকান্তি দাস কস্তুরী হোম চৌধুরীর গদ্যগ্রন্থ ‘গোধূলি বেলা’ ও একটি ফোল্ডার ‘মানবতার বাতিঘর’ (ডাক্তার লক্ষণ দাসের উপর রচিত দীর্ঘ কবিতা) এর মোড়ক উন্মোচন করেন। ড. তপোধীর ভট্টাচার্য প্রকাশ করেন অমিতাভ সেনগুপ্ত সম্পাদিত ‘ঈশান’ সাময়িকীর ৩৬ বছরের অনুবাদ সংখ্যা।

'আম্রপালি' সাহিত্য সংস্থার বাসন্তী আয়োজনে সংবর্ধিত পাঁচজন বিশিষ্ট ব্যক্তি

অনুষ্ঠানে উন্মোচক ডাঃ লক্ষ্মণ দাস ও সংবর্ধিত ব্যক্তি সহ বক্তব্য রাখেন আম্রপালি’ পত্রিকার সহ-সম্পাদক সৌমেন হোম চৌধুরী, ‘আম্রপালি’ সম্পাদক-অনুষ্ঠান আয়োজক কস্তুরী হোম চৌধুরী, শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল সমিতির সভাপতি সাংবাদিক হারাণ দে, শিলচর এনআইটি-র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গুরুদাস দাস।

'আম্রপালি' সাহিত্য সংস্থার বাসন্তী আয়োজনে সংবর্ধিত পাঁচজন বিশিষ্ট ব্যক্তি

অধ্যাপক বেলা দাস বলেন, তিনি মূলত পশ্চিমবঙ্গের হলেও কর্মসূত্রে বরাক উপত্যকায় এসে এখানকার মানুষের একে অপরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা ও  মানুষের সাহিত্য-সংস্কৃতি প্রীতি দেখে বরাকের মায়ায় জড়িয়ে পড়ে এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যান। তিনি কবি কস্তুরী হোম চৌধুরী এক অনুপ্রেরণার নাম বলেন। অনুষ্ঠানে এডভোকেট ভাস্কর ভট্টাচার্য, সংগঠক-সম্পাদক আরতি দাশ, কবি মহুয়া চৌধুরী, বাচিক শিল্পী দেবযানী ভট্টাচার্য, আইনজীবী দেবদুলাল ভট্টাচার্য, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্মকর্তা দীপক সেনগুপ্ত , সাংবাদিক শিবাজী ধর, শিলচর বইমেলা কমিটির সভাপতি বিপ্লব পাল চৌধুরী প্রমুখ উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। হাবিবুর রহমান চৌধুরী অনুপস্থিত থাকায় তার প্রতিনিধি শিবাজী ধর তার হয়ে সম্মাননা গ্রহণ করেন। সঙ্গীত পরিবেশন করেন কল্যাণীর মনোজ দত্ত। আবৃত্তি করে শোনান দেবযানী ভট্টাচার্য ও দীপক সেনগুপ্ত। ডাক্তার শিশির কুমার বিশ্বাস ‘নতুন দিগন্ত প্রকাশনী’ থেকে প্রকাশিত তার ছড়াগ্রন্থ ‘সংখ্যায় ছড়া অক্ষরে ছড়া’ থেকে ছড়া পাঠ করে দর্শকদের মুগ্ধ করেন।

'আম্রপালি' সাহিত্য সংস্থার বাসন্তী আয়োজনে সংবর্ধিত পাঁচজন বিশিষ্ট ব্যক্তি

কবি মিতা দাস পুরকায়স্থকে ‘আম্রপালি’ সাহিত্য সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন জয়ন্তী দত্ত, মিতা দাস পুরকায়স্থ, মৃদুলা ভট্টাচার্য, কস্তুরী হোম চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আকাশবাণী ও দূরদর্শনের শিল্পী স্বাগতা চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন করেন সৌমেন হোম চৌধুরী।শ্রাবণী সরকার ও অনন্যা রায়বর্মনের সমবেত রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Author

Spread the News