ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাঁশকান্দিতে, বাবা-ছেলে সহ তিনজনের মৃত্যু

ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাঁশকান্দিতে, বাবা-ছেলে সহ তিনজনের মৃত্যু

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল কাছাড় জেলার বাঁশকান্দির বাদ্রিবস্তিতে। এই ভয়ঙ্কর দুর্ঘটনা বাবা-ছেলে সহ তিনজনের মৃত্যু ঘটে। শনিবার রাত ন’টা নাগাদ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।

বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির অন্তর্গত বাদ্রিবস্তিতে ৩৭ নম্বর জাতীয় সড়কে  শনিবার রাতে দু’টি বাইক সহ তিনজন মারাত্মক জখম ব‍্যক্তিকে পড়ে থাকা অবস্থায় লক্ষ্য করেন পথচারী লোকজন। দু’টি বাইক ছিল ভেঙে চুরমার। কীভাবে এ ঘটনা ঘটেছে এতে কারও জানা নেই। দেরিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বাঁশকান্দি পুলিশ। পুলিশ মারাত্মক আহত তিনজনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে এক যুবকের। তার নাম সিকন্দর আলি চৌধুরী (৩৪), বাড়ি উজান তারাপুরে। গভীর রাতে বছর ছব্বিশের বিরাজ দত্ত নামে আরও এক যুবকের মৃত্যু ঘটে। বিরাজের বাড়ি পালোরবন্দ চা বাগানে। ভোরে মৃত্যু ঘটে তৃতীয় ব‍্যক্তি বিরাজের বাবা বিনয় ভূষন দত্তের। তার বয়স ৬৪ বছর। তিনি পালোরবন্দ চা বাগানের অবসরপ্রাপ্ত কর্মী। জানা যায়, বিরাজ দত্ত কয়েক মাস আগে পূর্ত বিভাগে থার্ড গ্রেডে চাকরি পেয়েছিল। সে পরিবারের একমাত্র সন্তান। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে বাবা ও ছেলের জীবনাবসান ঘটল। দু’জন সংক্রান্তি উপলক্ষে শিলচর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। একই ভাবে উজান তারাপুরের সিকন্দর আলিও শিলচর থেকে বাড়িতে আসার পথে ছিলেন। কীভাবে বাদ্রিবস্তিতে এই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে তিনজনের মৃত্যু ঘটল এনিয়ে কোন পরিস্কার তথ্য পাওয়া যায়নি।

অন্য কোন বড় গাড়ির ধাক্কায় দুটি বাইকে থাকা তিনজনের মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় একই পরিবারের দু’জনের মৃত্যুতে পালোরবন্দ চা বাগান ও উজান তারাপুরে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। রবিবার বিকেলে ময়নাতদন্তের পর তিনজনের মৃতদেহ পরিবারের কাছে সমঝে দিয়েছে পুলিশ।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।

Author

Spread the News