পূর্ব ধলাইয়ের গঙ্গানগরে আগ্নেয়াস্ত্র সহ তিন জনজাতি উগ্রপন্থী গ্রেফতার
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : পূর্ব ধলাইয়ের আমড়াঘাট কৃষ্ণপুরের গঙ্গানগর এলাকা থেকে তিন জনজাতি উগ্রপন্থীকে গ্রেফতার করল কচুদরম পুলিশ। সূত্রে জানা যায়, পূর্ব ধলাইর জনবহুল বাজার আমড়াঘাট বাজার থেকে টিল ছুড়া দূরত্বে থাকা আমড়াঘাট-মতিনগর এসএসডি পূর্ত সড়কের গঙ্গানগর কৃষ্ণপুর তেমাথায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ তিন জনজাতি যুবককে আটক করলো কচুদরম পুলিশ। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ। জানা যায়, এদিন বিকেল সন্দেহবসত স্থানীয় একটি অটোগাড়িতে তল্লাশি চালায় সাদা পোশাকে পুলিশ। আর এতে একটি নাইলনের বস্তায় বাধা অবস্থায় আগ্নেয়াস্ত্র দেখতে পায় পুলিশ। আর তখন অটোতে থানা তিন জনজাতি যুবকের মধ্যে দুজনকে ধরে ফেলে পুলিশ, তবে একজন পালিয়ে যায়। শেষ পর্যন্ত কচুদরম থানার ওসি খনেন্দ্র নাথ সহ কামাণ্ডো বাহিনী অভিযান চালিয়ে তৃতীয় যুবককে আটক করেন। আটক হওয়া যুবক সহ আগ্নেয়াস্ত্র কচুদরম থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনা নিয়ে এখনও পুলিশ পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে পূর্ব ধলাই এলাকার সোনাই উজানের অসম-মিজোরাম সীমান্তের চেকারচামে অজ্ঞাতপরিচয় বন্দুকদারীরা গুলি চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। ঘটনার বিবরণে এ দিন রাতে ১১ টা নাগাদ চেকারচাম বাজারে জলপাই রংয়ের পোশাক পরিহিত চার পাঁচ জনের অজ্ঞাত পরিচয় বন্দুকদারী দল এসে মাটিতে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে চলে যায়। ঘটনার পর কচুদরম থানার ওসি, সোনাই সিআই সহ সোনাই সার্কল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর থেকে ঘটনার তদন্তে নেমে পড়ে পুলিশ।