এফজিএফআই রাজ্য দলে নির্বাচিত হলেন শিলচরের তিন দাবাড়ু

বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : স্কুল গেমস ফেডারেশন আয়োজিত এফজিএফআই রাজ্য দলে নির্বাচিত হলেন শিলচরের তিন দাবাড়ু। এঁরা হলেন নিখিল কুমার, মনোদীপ ধর ও মৃন্ময়ী ধর। গুয়াহাটির ভোগেশ্বরী ফুকন ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টে নিখিল দ্বিতীয় এবং মনোদীপ তৃতীয় স্থান নিয়ে যোগ্যতা অর্জন করেছেন। শীর্ষ স্থান নিয়ে রাজ্য দলে নির্বাচিত হন অভিরূপ শইকিয়া। তাছাড়া চতুর্থ অনীশ গোস্বামী ও পঞ্চম হন মৃণ্ময় রাজখোয়া। এই পাঁচ জন রাজ্য স্কুল দলের জার্সিতে টুর্নামেন্টে খেলবেন।

অপরদিকে, একই বয়স গ্রুপের মেয়ে বিভাগে চার রাউন্ডের খেলায় তিন পয়েন্ট করে সংগ্রহ করেছেন পাঁচ দাবাড়ু। এর সুবাদে এঁরা সবাই রাজ্য দলের হয়ে খেলবেন। অবশ্য টাইব্রেক পয়েন্টের সাহায্যে তাদের স্থান নির্ণয় করা হয়েছে। সেই অনুযায়ী প্রথম স্থানে এ রয়েছেন চার্বি চৌধুরী, দ্বিতীয় মুগ্ধা কেওট, তৃতীয় খাতায় টাইব্রেক পয়েন্ট যোগ না হওয়ায় তিনি প্রথম পাঁচের মধ্যে থাকতে পারেননি। শেষ করেছেন ষষ্ঠ স্থান নিয়ে। ফলে তাঁর পক্ষে এযাত্রায় স্কুল গেমসের দাবায় অংশ গ্রহণ সম্ভব হচ্ছে না। অবশ্য তাঁকে স্ট্যান্ডবাইয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। স্কুল গেমসের অনূর্ধ্ব ১৭ ছেলে ও মেয়েদের দাবা টুর্নামেন্ট

আগামী ২৭-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে আগরতলায়। রাজ্য দলে এই তিন খেলোয়াড় নির্বাচিত হওয়ায় খুশি শিলচরের দাবা মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *