এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

২৪ ডিসেম্বর : পড়শি দেশের সঙ্গে সম্পর্কের সুতো কি ক্রমশ আলগা হচ্ছে? একের পর এক ঘটনায় ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপড়েন এখন খাদের কিনারায়। এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মঙ্গলবারই ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। তার কয়েক ঘণ্টার মধ্যেই এনিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বাংলাদেশের হাইকমিশনারকে সাউথ ব্লকে তলব করা হল। তবে কী কারণে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে ফের তলব করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর, সম্প্রতি বাংলাদেশে ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারতকে অযথা কাঠগড়ায় তোলার চেষ্টা করছে ঢাকা। ভারত সাফ জানিয়েছে, কোনও প্রমাণ ছাড়াই দিল্লির দিকে আঙুল না তুলে হাদির মৃত্যুর প্রকৃত তদন্ত করুক বাংলাদেশ সরকার। এনিয়ে গত সপ্তাহে হামিদুল্লাকে তলব করে ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে কেন্দ্র। এরপর ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ইউনূস প্রশাসন।

এদিকে, বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির আবহেই হিন্দু তরুণ দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে। যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে ভারতে। গত ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে ক্ষোভ প্রদর্শন করে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ও হিন্দু জাগরণ মঞ্চ। উত্তেজিত জনতা অফিসের ভেতরে ঢুকে কর্মীদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং অবিলম্বে অফিস খালি করার দাবি জানান। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দিল্লি, আগরতলা ও শিলিগুড়ির ভিসাকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এদিকে, মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং কলকাতার উপদূতাবাসের বাইরে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক হিন্দুত্ববাদী  সংগঠন। সেই আবহেই প্রণয় ভার্মাকে তলব করে নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *