রাস্তা ভেঙে চৌচির! ৪বছরে নেই কোনও সংস্কার, বিক্ষোভ সুপ্রাকান্দি- নয়াগ্রামে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : নিম্নমানের রাস্তার কাজ করে টাকা নিয়েছেন ঠিকাদার, চার বছরের মধ্যে একবারও করা হয়নি মেরামত, রাস্তা ভেঙ্গেচুরে সৃষ্টি হয়েছে জনভোগান্তির। রাস্তা নির্মাণের চার বছরে মধ্যে কোনও ধরণের মেন্টেনেন্স বা রিপিয়ারিং না করায় ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামলেন সুপ্রাকান্দির-নয়াগ্রামের বাসিন্দারা। মেরামত খ্যাত থেকে একটা কানাকড়ি ঠিকাদারকে না দিতে কর্তৃপক্ষকে হুসিয়ারি দিয়েছেন গ্রামবাসিরা। রাস্তার ভোগান্তির জন্য ঠিকাদার কিশোর দাসকে সরাসরি দায়ী করে প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঠিকাদারের লাইসেন্স বাতিলের পাশাপাশি চার বছরের মেন্টেনেন্স তথা রিপিয়ারিংয়ের খাতে বরাদ্বকৃত একটি টাকাও ঠিকাদারকে না দিতে কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি আন্দোলনকারীরা। উচ্চ পর্যায়ের তদন্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
সোমবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সুপ্রাকান্দি জিপির নয়াগ্রামে প্রায় দেড় শতাধিক জনগণ জড়ো হয়ে প্রতিবাদী কর্মসুচি গ্রহণ করেন। রাস্তার বেহাল পরিস্থিতি নিয়ে ঠিকাদার কিশোর দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রচন্ড বিক্ষোভ প্রদর্শন চালিয়ে গোটা এলাকা উত্তাল করে তুলেন। আন্দোলনকারীদের ভাষ্য মতে, নিলামবাজার পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের আওতাধিন অসম-ত্রিপুরা আট নং জাতীয় সড়ক পিননগর (ভান্ডার) থেকে নলুয়া (নয়াগ্রাম) স্থানীয় 588 নং এলপি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার কাজের বরাত পান ঠিকাদার কিশোর দাস। অত্যন্ত দায়সাড়া ভাবে রাস্তা নির্মাণ করেলেও প্রায় জায়গায় রাস্তার দু’দিকের সাইডবাম মাটি দিয়ে ভরাট করা হয়নি। প্রটেকশন দেওয়াল নির্মাণ না করায় বেশক’টি জায়গায় রাস্তা থেকে ব্লকগুলো সহজে খসে পড়ছে এবং রাস্তার একাংশ ভেঙে গিয়েছে। চার বছর পর্যন্ত রাস্তাটি মেন্টেনেন্স ও রিপিয়ারিংয়ের দায়িত্ব ঠিকাদারের উপর থাকলেও রহস্যজনক একদিনও পা মাড়াননি বলে অভিযোগ।
এদিকে, সম্প্রতিকালের বন্যায় বেশক’টি জায়গায় সাইডবামের মাটি তলিয়ে যাওয়ায় রাস্তাটির একাংশ ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার ঠিকাদার সহ পুর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের অবগত করানো হলেও তাতে কোনও লাভ হয়নি। এবার ক্ষোব্ধ গ্রামবাসীরা রাজপথে নেমে প্রতিবাদ সাব্যস্থ করে উচ্ছস্থরীয় তদন্তের দাবি তুলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।