রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর বিজয়া সম্মেলন করিমগঞ্জে
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : বিভিন্ন অনুষ্ঠানে মধ্যে দিয়ে করিমগঞ্জ জেলা রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর বিজয়া সম্মেলন সম্পন্ন হল সুরিগ্রাম ভৈরবী বাড়িতে। রবিবার করিমগঞ্জ জেলা রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর ব্যবস্থাপনায় সুরিগ্রামে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পৌরোহিত্যে করেন বিশিষ্ট সমাজসেবী কুলেশ নাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মগুরু সুদীপ নাথজি। শুরুতে সমবেত প্রণব ধ্বনি করা হয়।পরে শিব বন্দনা করেন স্বর্ণশ্রী নাথ, রশ্নি নাথ, সুজন নাথ, অনিক নাথ, কিশোর নাথ। সরস্বতী বন্দনা করেন রশ্নি নাথ, স্বর্ণশ্রী নাথ।পরে প্রয়াত ডঃ এনসি নাথ, রাজমোহন নাথ, বিজয় কুমার নাথ, লগ্নেশ্বর নাথ ও স্থানীয় প্রয়াত ব্যক্তিদের উদ্দেশে স্মৃতি তর্পন করেন করিমগঞ্জ জেলা নাথ যোগী রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর সম্পাদক তথা বিশিষ্ট পুরোহিত মুন্না দেবনাথ।
শ্রী শ্রী চণ্ডী পাঠ করেন কিশোর নাথ, রাজশ্রী নাথ, স্বর্ণশ্রী নাথ,রশ্নি নাথ, অনিক নাথ, সুজন নাথ, অমৃত বাণী পাঠ করেন শৈব নাথ ব্রাহ্মণ্য সংস্কৃতির নিরলস একনিষ্ঠ সেবক বিশিষ্ট পুরোহিত তথা সাংবাদিক সন্তোষ নাথ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্বর্ণশ্রী নাথ। শিব ভজন পরিবেশন করেন রশ্নি নাথ।পরে শ্যামা সঙ্গীত পরিবেশন করেন সৃষ্টি নাথ, সুমিতা নাথ, রশ্নি নাথ, স্বর্ণশ্রী নাথ।
বিজয়া সম্মেলনের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন শিক্ষক বিরাজ কান্তি নাথ। শৈব নাথ ব্রাহ্মণ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করিমগঞ্জ জেলা রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর প্রাক্তন সম্পাদক সন্তোষ নাথ তিনি বলেন নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব। সে জন্য জানতে হবে নিজেদের ইতিহাস ও সংস্কৃতি বিন্দুজ নাথেরা রুদ্রজ শ্রেণীর ব্রাহ্মণ অসংখ্য গবেষক ও পণ্ডিতেরা সপক্ষে তাদের মূল্যবান মত ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়তার সাথে বলেন বেদ, প্রাচীনতম পুরাণ প্রভৃতি স্থানে যোগিদের উৎপত্তি পৃথক বা স্বতন্ত্র কোন উল্লেখ নাই। কারণ যোগিজাতি তখন ব্রাহ্মণের আদর্শে স্থান পেয়েছে। ধর্মগুরু সুদীপ নাথজি সংস্কৃত শিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে বিশদ আলোচনা করেন।