বিএসএ-র মেধা যাচাইমূলক মক্তব পরীক্ষা সম্পন্ন

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : বিএসএ-র মেধা যাচাইমূলক মক্তব পরীক্ষার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। কয়েক বছর থেকে বিএসএ নামক সামাজিক সংস্থা শিক্ষার অগ্রগতির জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই অঙ্গ হিসেবে ২০২৪-২৫ সালের মক্তব পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে এক মেধা যাচাই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিন রবিবার। মেধা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় শতাধিক পরীক্ষার্থী। এদিন সকাল ৯ টা থেকে আরম্ভ হয় পরীক্ষা শেষ হয় বিকাল দুইটা নাগাদ। তারপর শুরু হয় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ইয়ত ফাউন্ডেশনের সভাপতি হাফিজ নাজির উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে প্রদান আকর্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোটিভেশনালি স্পিকার হাফিজ হোসাইন আহমেদ, পরীক্ষা সচিব হিসেবে উপস্থিত ছিলেন বিএসএ কেন্দ্রীয় সম্পাদক মোঃ কাশিম উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন হাফেজ শরিফ উদ্দিন বিশিষ্ট সমাজসেবী রহিম উদ্দিন, নাজিম উদ্দিন, শরিফ উদ্দিন, সুলতান আহমেদ, সামান আলী, হারিস আলি প্রমুখ।

বিএসএ-র মেধা যাচাইমূলক মক্তব পরীক্ষা সম্পন্ন

প্রতিযোগিতায় দশম স্থান পর্যন্ত উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়। এতে প্রথম থেকে দশম স্থান প্রাপ্ত ছাত্রছাত্রীরা হলেন যথাক্রমে ফখর উদ্দিন, জয়নাল উদ্দিন, ফয়েজ আহমেদ, হারুনুর রশিদ, রুমানা বেগম, সোহাদা বেগম, শাহিন আহমেদ, জাবির আহমেদ, মইনুল হক, রুবেল আহমেদ, সামির উদ্দিন তাদের হাতে সংস্থা পক্ষ থেকে শংসাপত্র ও কিতাবাদী সহ নগদ অর্থ তোলে দিয়ে পুরস্কৃত করা হয়। পরে অনুষ্ঠানের শেষে বিএসএ কেন্দ্রীয় সম্পাদক মোঃ কাশিম উদ্দিন সংস্থার অবদান ও মানুষের সহযোগিতা কথা উল্লেখ করে সবাইকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

বিএসএ-র মেধা যাচাইমূলক মক্তব পরীক্ষা সম্পন্ন
বিএসএ-র মেধা যাচাইমূলক মক্তব পরীক্ষা সম্পন্ন

Author

Spread the News