কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, জয়ী হয়ে বিজেপিতে আসবেন : হিমন্ত

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। সোমবার করিমগঞ্জে পৌঁছে একথা বললেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এ দিন
করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি হিসেবে দলের এক বিশেষ সাংগঠনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কংগ্রেসে ভোট দিয়ে কোন লাভ নেই। কংগ্রেস থেকে জয়ী হয়ে বিজেপিতে যোগ দেবেন। কংগ্রেসের জয় বা পরাজয় বড় কথা নয়। কংগ্রেসে থাকবে কি না সেটা বড় কথা। কংগ্রেসে থাকবে কি না সেটা আগে জিজ্ঞেস করতে হবে ভোটারদের। একজনকে বাদ দিয়ে বাকি সব বিজেপিতে নিয়ে আসব। তাই কংগ্রেসকে ভোট দিয়ে কি লাভ হবে এমন প্রশ্ন রাখেন মুখ্যমন্ত্রী।

কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, জয়ী হয়ে বিজেপিতে আসবেন : হিমন্ত

তিনি এও বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু কথা নয়, কথা মোদির সবকা সাথ সবকা বিশ্বাস। চাকরি থেকে শুরু করে অরুণোদয় কোন সুবিধা থেকে বঞ্চিত হননি সংখ্যালঘুরা। ঘুষ ছাড়া চাকরি পেয়েছেন। সেটা কংগ্রেস আমলে ছিল না। তাই এ প্রশ্নই উঠতে পারে না। আর রাজ্য সরকার সংখ্যালঘুদের জন্য বেশী কাজ করেছে। তাই সবাই বিজেপিকে ভোট দেবেন বলে দৃঢ়তার সঙ্গে জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, ১৩ টি আসন জয়ী হবে বিজেপি। সবচেয়ে ভোট পাবে গুয়াহাটি আসনে।

কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, জয়ী হয়ে বিজেপিতে আসবেন : হিমন্ত

এ দিন, সাংগঠনিক সভায় নির্বাচনী প্রচার প্রক্রিয়া ও ইকোনমিক সার্ভে বিষয়ে আলোচনা করা হয় বলে জানান মুখ্যমন্ত্রী।

কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, জয়ী হয়ে বিজেপিতে আসবেন : হিমন্ত

সোমবার সকাল ন’টা নাগাদ মুখ্যমন্ত্রী শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণের পর চলে আসেন করিমগঞ্জে। এ ছাড়া মুখ্যমন্ত্রী সফরসঙ্গী হিসেবে হেলিকপ্টারে ছিলেন সিদ্দেক আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজয় মালাকার সহ আরও অনেকে। এই ছবিটা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চা হয়।

Author

Spread the News