করিমগঞ্জ থেকে গ্রেফতার অপরাধীকে গ্রেফতার করে মিজো পুলিশ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : করিমগঞ্জ থেকে গ্রেফতার করল এক অপরাধীকে মিজোরাম পুলিশ। শনিবার করিমগঞ্জ জেলার সরজপুর গ্রামের কামাল উদ্দিনকে করিমগঞ্জ সদর পুলিশের সহযোগিতা গ্রেফতার করে মিজোরাম পুলিশ। মিজোরামে  কামাল উদ্দিনের বিরুদ্ধে মাদক সহ গাড়ি চুরির নামে একাধিক মামলা রয়েছে। কামাল সেখান থেকে পালিয়ে বাড়িতে আত্মগোপন করে ছিল।

এ দিন গ্রেফতারের পর করিমগঞ্জ সদর থানার পুলিশ কুখ্যাত অপরাধী কামাল উদ্দিনকে মিজোরাম পুলিশ হাতে হস্তান্তর করে। অন্যদিকে মিজোরাম পুলিশ কুখ্যাত অপরাধী কামাল উদ্দিনকে নিজ হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে।

করিমগঞ্জ থেকে গ্রেফতার অপরাধীকে গ্রেফতার করে মিজো পুলিশ

Author

Spread the News