ভাগায় ইট ভাটায় স্বামীর মারে মৃত্যু স্ত্রী, গ্রেফতার

ভাগায় ইট ভাটায় স্বামীর মারে মৃত্যু স্ত্রী, গ্রেফতার

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : নৃশংস ঘটনা ঘটল ভাগাবাজার বনগ্রামে। ইট ভাটার এক শ্রমিক তার স্ত্রীকে হত্যা করেন। শনিবার সন্ধ্যার দিকে  ধলাই থানা এলাকার ভাগাবাজার বনগ্রাম ইন্ডিয়ান ইট ভাটায় ঘটনাটি সংঘটিত হয়।

জানা যায়, গ্যাস সিলিন্ডার নিয়ে বিবাদের জেরে প্রাণ হারায় বড়পেটার বাসিন্দা শ্রমিকের স্ত্রী। শনিবার ছিল সাপ্তাহিক তলবের দিন। মজুরি পাওয়ার স্ত্রী গ্যাস সিলিন্ডার কেনার বায়না ধরেন। স্বামী সেই টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ইসমাইল হোসেন (২২) হাতে থাকা ইট বানানোর ফ্রেম দিয়ে স্ত্রীকে ঢিল মারেন। সেই ঢিল স্ত্রীর তলপেটে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ইসমাইলের স্ত্রী ফালানা খাতুন (২১)। অন্যান্য শ্রমিকরা সঙ্গে সঙ্গে খাতুনকে তুলে শ্রমিকদের থাকার ঘরে নিয়ে যায়। কল করা হয় ১০৮ অ্যাম্বুলেন্সে। ১০৮ পৌঁছার পর ইএমটি ফালানাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি অবগত হয়ে ইট ভাটার ম্যানেজার পুলিশে খবর দিলে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ধলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে। পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ইসমাইল হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ভাগায় ইট ভাটায় স্বামীর মারে মৃত্যু স্ত্রী, গ্রেফতার

ফালানা খাতুন বঙাইগাঁও জেলার সিমলাবাড়ি মিরেরচরের বাসিন্দা আর বরপেটা জেলার কলগাছিয়া থানা এলাকার ইসুবপুর গ্রামের বাসিন্দা বছর ২২এর যুবক ইসমাইল হোসেন। গত এক মাস আগে শ্রমিকের কাজ করতে শ্রমিক  সর্দার নবাব আলির মারফতে ইন্ডিয়ান ইট ভাটায় আসেন।

Author

Spread the News