অসমে ভাষা নিয়ে সব দ্বন্দ্বের অবসান ঘটুক জয়ন্ত

অসমে ভাষা নিয়ে সব দ্বন্দ্বের অবসান ঘটুক জয়ন্ত

বাংলা সাহিত্য সভার ভাষা গৌরব সপ্তাহ উদযাপন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : নতুন প্রজন্মকে ভাষার জন্য কাজ করতে হবে। এআইয়ে কিভাবে ভাষার বিকাশ করা যায়। নবপ্রজন্মকে নতুন নতুন ট্য়াকনোলজি ও ইনফরমেশনের সঙ্গে ভাষার বিকাশে এগিয়ে আসতে হবে। ভাষা নিয়ে দ্বন্দ্ব থাকা উচিত নয়। সব ভাষাকে শ্রদ্ধা জানানো উচিত। ভাষা নিয়ে সকল দ্বন্দ্বের অবসান ঘটুক। শিলচরের বাংলা সাহিত্য সভা শিলচর শাখার ব্যবস্থাপনায় ও  উদযাপন সমিতির আহ্বায়ক বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সহযোগিতায় শিলচর বঙ্গভবনে ভাষা গৌরব সপ্তাহ উদযাপন উপলক্ষে সভায় অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া এই আহ্বান জানান। এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বাংলা সাহিত্য সভা শিলচর শাখা সভাপতি সমর বিজয় চক্রবর্তী, অসম প্রকাশন পরিষদের সচিব সাধারণ সম্পাদক প্রমোদ কলিতা, বাংলা সাহিত্য সভা রাজ্য সভাপতি খগেনচন্দ্র দাস, সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, ডঃ অমলেন্দু ভট্টাচার্য, উপদেষ্টা নীহাররঞ্জন পাল, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে মন্ত্রী জয়ন্ত মল্ল বক্তব্যে বাংলা ও অসমিয়া ভাষার ইতিহাস তুলে ধরেন।

তিনি বলেন, গত ৩ অক্টোবর কেন্দ্রীয় সরকার পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ অসমের অসমিয়া ও বাংলাভাষীদের সবচেয়ে গৌরবময় দিন। এরজন্য সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন, মাতৃভাষার জন্য একটি আবেগ থাকে।ভাষার জন্য বিপ্লব হয়। যুদ্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী বলেছেন শুধু বাংলা ও অসমিয়া শুধু নয়,সব ভাষার মর্যাদায় ভাষা গৌরব সপ্তাহ উদযাপন করার জন্য। বিধায়ক দীপায়ন বলেন,বাংলা সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

অসমে ভাষা নিয়ে সব দ্বন্দ্বের অবসান ঘটুক জয়ন্ত

সভায় বিশিষ্টজনেরা বক্তব্যে বলেন, প্রতিটি ভাষার মর্যাদা রয়েছে। এবং প্রত্যেক ভাষাকে ভাষা নিয়ে সকল দ্বন্দ্বের অবসান ঘটুক। ইতিমধ্যে বাংলা, অসমিয়া সহ যে এগারোটি ভাষা ধ্রুপদী অন্তর্ভুক্ত, সে গুলো তো বটেই, দেশের প্রত্যেকটা ভাষা বিকাশের পথ প্রশস্ত হোক। ভাষিক আগ্রাসনের পরিবর্তে সম্প্রীতির বাতাবরণ সুদৃঢ় গড়ে উঠুক। বর্তমান বাংলা ও অসমিয়া ভাষার মধ্যে অনৈক্য নেই। অসম প্রকাশন পরিষদ শুধু অসমিয়া ভাষার জন্য নয়। আগে একটি বাংলা গ্রন্থ প্রকাশ করা হয়েছিল। এখন অনেক বাংলাগ্রন্থ অনুবাদ চলছে। বিগত বছর শিলচরে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থমেলা অনেক সফল হয়েছে। বর্তমান কেন্দ্রীয় সরকার অসমিয়া ও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা অসমবাসীর জন্য গর্বের বিষয়। ভাষাকে জিইয়ে রাখতে হবে। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে রাজ্য জুড়ে ভাষা গৌরব সপ্তাহ উদযাপন করা হচ্ছে বলে উল্লেখ করেন তাঁরা। এদিন সভায় সাহিত্যে অবদানের জন্য ডঃ অমলেন্দু ভট্টাচার্য, মহুয়া চোধুরী, সোহাগ মণি বর্মন, অঞ্জু এন্দো, সুতপা চক্রবর্তী, শিবেন্দ্র সিংহ, ইবতং সিংহকে সংবর্ধনা জানানো হয়।

অসমে ভাষা নিয়ে সব দ্বন্দ্বের অবসান ঘটুক জয়ন্ত

এ দিন ধামাইল নৃত্য, রবীন্দ্র সঙ্গীত, বিহু নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সকালে এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্য এবং অনুষ্ঠান শেষে সবাইকে প্রশংসা পত্র ও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জনকে ট্রফি প্রদান করা হয়।

Author

Spread the News