বরাকবঙ্গের বাংলা ডিপ্লোমা কোর্সের পরীক্ষায় বিভিন্ন ভাষাভাষী ২৩৩ জন পরীক্ষার্থী
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পরিচালিত দূর-শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় চলতি শিক্ষা বর্ষের এক বছরের বাংলা ডিপ্লোমা কোর্সের চূড়ান্ত পরীক্ষা রবিবার শিলচরে সম্পন্ন হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শিলচর রাধামাধব কলেজে। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন ভাষাভাষী ২৩৩ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিয়েছেন। অসম সরকার অনুমোদিত এই বাংলা ডিপ্লোমা কোর্স ইতিমধ্যেই রাজ্যের বাংলা ও অন্যান্য ভাষাভাষী পড়ুয়াদের মধ্যে যথেষ্ট সাড়া জাগিয়েছে। এ বছর এই কোর্স ষষ্ঠ বছর সম্পন্ন করে সপ্তম বছরে পা দিয়েছে। এই সপ্তম বার্ষিক কোর্সে পাঠগ্রহণের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুই উপত্যকার ২১৭ পড়ুয়া ভর্তি হয়েছেন। দুই সেমিস্টারে এই কোর্সের পরীক্ষা গ্রহণ করা হয়।
রবিবার পরীক্ষার সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন রাধামাধব কলেজের অধ্যক্ষ দেবাশিস রায়।সঙ্গে ছিলেন কলেজের শিক্ষক ও অশিক্ষিক কর্মচারীরা। উপস্থিত ছিলেন দূর-শিক্ষা কেন্দ্রের অবৈতনিক সঞ্চালক ড. পরিতোষচন্দ্র দত্ত, পঞ্জিয়ক ড. সব্যসাচী রায়, সহকারি পঞ্জিয়ক ড. জয়ন্ত দেবরায়, শিক্ষা আধিকারিক সঞ্জীব দেবলস্কর, পরীক্ষা নিয়ন্ত্রক কবীর হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত সহ-সম্পাদক অনিল পাল, সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত, শিলচর ও করিমগঞ্জ শহর সমিতির সম্পাদক উত্তমকুমার সাহা ও নীলজকান্তি দাস, অন্যতম প্রশিক্ষক তমোজিৎ সাহা।