নয়টি মেইতেই জঙ্গি সংগঠন নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুরের সহিংসতার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। নয়টি মেইতেই জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। দেশবিরোধী কর্মকাণ্ডের দায়ে সোমবার তাদের নিষিদ্ধ করা হয়।

মেইতই জঙ্গি গোষ্ঠী এবং অন্যান্য সহযোগী সংগঠনগুলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। মণিপুরে পিএলএ নিষিদ্ধ করা হয়েছে। PLA রাজনৈতিক শাখা RPFও নিষিদ্ধ করা হয়।

এ ছাড়া একে নিষিদ্ধ ঘোষণা করা সংগঠনগুলো হলো ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ), ইউএনএলএফই

রাজনৈতিক শাখা হল MPA, জঙ্গি গোষ্ঠী PRIPAK-এর সশস্ত্র গোষ্ঠীগুলি হল রেড আর্মি, KCP, KYKL এবং ASUKI

এই নিষেধাজ্ঞা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে। PLA UNLF, PRIPAK এবং KYKLI অতীতে নিষিদ্ধ ছিল

মে মাস থেকে রাজ্যে সহিংসতা চলছে। এ পর্যন্ত বহু মানুষ নিহত ও আহত হয়েছে। এখনও হাজার হাজার মানুষ গৃহহীন। বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Author

Spread the News