বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : মর্মান্তিক ঘটনা! অসমাপ্ত কূপে পড়ে বৃদ্ধ দম্পতির করুণ মৃত্যু ঘটল। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মেঘালয়ের জোয়াইয়ের সালারোহ গ্রামে। বুধবার এক অসমাপ্ত কূপে পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। মৃতদের নাম ৫৯ বছর বয়সী মিমন পালা এবং ৫৫ বছর বয়সী দেইমনলাং সুতঙ্গা।
সূত্রের খবর অনুযায়ী, তারা দু’জনেই প্রায় ১০ ফুট গভীর ওই কূপের কাছে গিয়েছিলেন। মুসালিংকাট গ্রামের ওয়াহেহ শ্নং-এর তথ্য অনুযায়ী, মিমন হঠাৎ ভারসাম্য হারিয়ে কূপে পড়ে যান। স্ত্রীকে বাঁচানোর চেষ্টায় দেইমনলাং-ও কূপে নেমে পড়েন এবং তিনিও ডুবে যান।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে, দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে।


