শিক্ষককে তুলে নিয়ে তরুণীর সঙ্গে জোর করে বিয়ে

১৫ ডিসেম্বর : স্কুলে যাওয়ার পথে এক শিক্ষককে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বিহারে ঘটনাটি ঘটেছে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বেগুরসরাই জেলার রাজৌরার বাসিন্দা অবনীশ কুমার সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কাটিহারের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন তিনি।

শুক্রবার অবনীশ টোটোয় চেপে স্কুলে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় দুটি ছোট চারচাকা গাড়ি এসে তাঁর পথ আটকে দেয়। একডজন অচেনা লোক গাড়ি থেকে নেমে অবনীশের দিকে বন্দুক তাক করে। তাঁকে মারধর করে গাড়িতে তোলা হয়। অপহরণ করে তাঁকে নিয়ে যাওয়া হয় অন্যত্র।

শিক্ষককে তুলে নিয়ে তরুণীর সঙ্গে জোর করে বিয়ে

সেখানে লক্ষ্মীসরাই জেলার বাসিন্দা গুঞ্জন নামে এক তরুণীর সঙ্গে তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তরুণীর দাবি, অবনীশের সঙ্গে তাঁর চার বছর ধরে সম্পর্ক ছিল। যদিও ওই তরুণ স্পষ্ট জানাচ্ছেন, তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল না। ভিত্তিহীন দাবি। তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। অবনীশ অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।

Author

Spread the News