গুমড়া বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই বারটি দোকানসহ বসতঘর
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : কাটিগড়ার গুমড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আগুনের লেলিহানের শিখায় বারোটি দোকান সহ চারটি বসতঘর ছারখার করে দেয়। অগ্নিকাণ্ডটি ঘটেছে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ। বিধ্বংসী অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর ভস্মীভূত হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানগুলি পুড়ে ছাই হয়ে যায়। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে না পৌঁছলে পুরো বাজার ধ্বংস হয়ে যেত এমনই আশঙ্কা স্থানীয়দের।

দাউ দাউ করে দোকানগুলো জ্বলছে সেসময় প্রাণের ঝুঁকি নিয়ে স্থানীয়রা দোকান ঘরের সামনে থাকা কয়েকটি বাহন সরিয়ে আনতে সক্ষম হয়েছেন। তবে একটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, টায়ারের দোকানে প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এক অসহায় অবস্থায় দাঁড়িয়ে দেখতে হয়েছে স্থানীয়দের। কিছু করার সময় দেয়নি। আগুন দ্রুত ছড়াতে থাকে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
