স্কুলে বুকে ব্যাথা, শেষ রক্ষা হল না শিক্ষকের

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : জিরিঘাট হলি হার্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ তথা লক্ষীপুর বেনিশন ইংলিশ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক অমিত দেবের আকস্মিক মৃত্যুতে জিরিঘাট ও ফুলেতল এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রতিদিনের মত বৃহস্পতিবার  সকালে খাওয়া দাওয়া সেরে স্কলে যান। জিরিঘাট হলি হার্ট ইংলিশ স্কুলে তিনি শিক্ষকতার কাজ করতেন। স্কুলে উপস্থিত হলে তার বুকে ব্যাথা অনুভব করেন সঙ্গে সঙ্গে তাকে জিরিঘাট প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর স্কুলের সহকর্মীদের সহযোগিতায় অ্যাম্বুলেন্স করে চিকিৎসার জন্য লক্ষীপুর নিয়ে আসেন। সেখান থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসা কেন্দ্রে পৌঁছার আগে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

স্কুলে বুকে ব্যাথা, শেষ রক্ষা হল না শিক্ষকের

তিনি শুধু একজন ভালো শিক্ষক ছিলেন তেমন না তিনি ফুলেরতলের সমাজসেবী, সংস্কৃতি প্রেমীও ছিলেন। শিবা নামে সবার কাছে পরিচিত ছিলেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩০ বছর। বাবা অখিল দেবের  মৃত্যুর এক বছরের মাথায় চলে গেলেন অমিত। মৃত্যকালে রেখে গেছেন মাতা, বড় ভাই, বৌদি সহ অনেক আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব।

তাঁকে শেষ দেখা দেখতে প্রয়াতের বাড়িতে জিরিঘাট হলি হার্ট ইংলিশ স্কুলের কর্ণধার সানি রায় ও স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং বেনিশন স্কুলের অধ্যক্ষ কামনাশিস দাস এবং সহ শিক্ষকরা এবং বন্ধুবান্ধব সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, লক্ষীপুর পুর কমিশনার অমিত দাস পৌঁছেন।

প্রয়াত অমিত দেব ছিলেন ফুলেরতল সরগম শিল্পী সংঘ এবং লক্ষীপুর সমর্পন ফাউন্ডেশনের একজন সক্রিয় সদস্য। উক্ত সংস্থার গুলির সাথে জড়িত হয়ে সমাজের মানুষের জন্য অনেক কাজ করে গেছেন। তাছাড়া তিনি ছিলেন সরগম শিল্পী সংঘের একজন নাট্য শিল্পী। তার মৃত্যুতে প্রতিটি সংস্থার সদস্যরা গভীর ভাবে শোক প্রকাশ করেন।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।

Author

Spread the News