চন্দ্রযান-৩ এর সফল অবতরণ হাইলাকান্দিতেও উল্লাস

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : গোটা দেশের সাথে বুধবার সন্ধ্যায় চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান ৩ এর সফল অবতরণ পর্বের পর হাইলাকান্দিবাসী ও উল্লাসে ফেটে পড়েন। হাইলাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদিন সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সরাসরি সম্প্রচার দেখেন। এছাড়াও বিভিন্ন সংস্থা, রাজনৈতিক অরাজনৈতিক দল এদিন বড় পর্দায় সরাসরি সম্প্রচার পর্ব দেখার ব্যাবস্থা করে দেন।হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে ও সরাসরি সম্প্রচার পর্ব দেখানোর ব্যবস্থা করে দেন।এরপর আতশবাজি পুড়িয়ে এবং একে অপর কে মিষ্টি মুখ করান।

এদিন হাইলাকান্দি রোটারি ক্লাব প্রাঙ্গণে চন্দ্রযান-৩ এর সফল অবতরণ পর্ব সরাসরি সম্প্রচারিত হয় বড় পর্দায়। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের হাইলাকান্দি শাখা ও বিজ্ঞান মন্দিরের সহযোগিতায় এই পর্ব চাক্ষুষ করেন শতাধিক ছাত্রছাত্রী। এতে ক্লাবের সম্পাদক লুৎফর রহমান বড়ভূইয়া, প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী, বিভাভূষণ চক্রবর্তী  ইন্দ্রনীল চক্রবর্তী ও বিজ্ঞান মন্দিরের ভারপ্রাপ্ত আধিকারিক বাহারুল ইসলাম লস্কর ও ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি সুদর্শন ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

হাইলাকান্দির শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ত্রীদিপ রায় এদিন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চন্দ্রযানের অবতরণ পর্ব সরাসরি সম্প্রচার পর্ব দেখার জন্য ছাত্রছাত্রী ও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে অভিনন্দন জানান

চন্দ্রযান-৩ এর সফল অবতরণ হাইলাকান্দিতেও উল্লাস

এ দিকে, চন্দ্রযান-৩ এর সফল অবতরণের অমৃত ক্ষণের সাক্ষী হল হাইলাকান্দি শ্রীকিষণ সারদা কলেজ পরিবার।বিগত ২৩শে আগস্ট সন্ধ্যা ৫ ঘটিকা থেকেই কলেজের প্রেক্ষাগৃহে ছাত্র ছাত্রী, শিক্ষক,কর্মচারী সবাই ছিল সেই সন্ধিক্ষণের অপেক্ষা য়। ভীড়ে ঠাসা প্রেক্ষাগৃহে সবার সঙ্গে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায়।চন্দ্রযানের এই সফল অবতরণের সাক্ষী হতে পেরে প্রত্যেকেই ভারতবাসী হিসেবে গর্ববোধ করেন। কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর এই অভিযানের সঙ্গে জড়িত প্রত্যেক বিজ্ঞানীদের অভিনন্দন জানান এবং চন্দ্রযান -৩ অভিযান নূতন দিগন্তের সূচনা করবে বলে আশা ব্যক্ত করেন।

Author

Spread the News