চাঁদা তুলে ও শ্রমদান করে রাস্তার সংস্কার কাজে উধারগাঁওয়ের মানুষ

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : ঢাকঢোল পিটিয়ে সরকার উন্নয়নের ফিরিস্তি গাইলেও উধারবন্দের উধারগাঁওয়ে ৬৩ বছর ধরে চলাচলকারী রাস্তার উন্নয়নে সরকারি এক কানাকড়িও পায়নি। কংগ্রেস শাসনের পর দ্বিতীয় বারে চলছে বিজেপির শাসন ওই কেন্দ্রে। কিন্তু তাদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি। উধারগাঁওয়ের জনসাধারণ যাতায়াতে দুর্ভোগ আর কমেনি। শুকনো মরসুমে চলাচল করলেও বর্ষা মরসুমে দুষ্কর হয়ে পড়ে। দীর্ঘ অপেক্ষার পর এবারও কোন সরকারি অনুদান না পাওয়ায় চাঁদা তুলে ও শ্রমদান করে রাস্তার সংস্কার কাজে হাত দিলেন গ্রামবাসী।

মঙ্গলবার উধারবন্দের উধারগাঁওয়ের আবাস আলি লেনের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বন্যার জলে তাদের রাস্তার মাটি ধুয়ে নিয়ে যাওয়ার ফলে অবস্থা শোচনীয় হয়ে পড়ে। তাদের রাস্তা সংস্কারের জন্য তারা উধারবন্দের জনপ্রতিনিধিদের দারস্থ হলেও কোন লাভ হয়নি। এলাকার জনগণ ও পড়ুয়াদের চলাচলের উপযোগী করে তুলতে ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেন গ্রামবাসী।
প্রতিবেদক : মুন্না আচার্য, শিলচর।

Author

Spread the News