দিল্লি জয়ে নিউ শিলচর মণ্ডল বিজেপির বিজয় উৎসব

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : ন্যাশনাল হাইওয়ে সন্নিকটে থাকা পুরোনো এএসটিসির প্রাঙ্গনে কাছাড় জেলা বিজেপির নির্দেশে নিউ শিলচর মণ্ডলের ব্যবস্থাপনায় সদ্য দিল্লি বিধানসভা নির্বাচনে বিগত ২৭ বছর পর দলের বিশাল জয়কে কেন্দ্র বিজয় দিবস উৎযাপন করা হয়।এদিন প্রথমে নিউ শিলচর মণ্ডলের বিজয় উৎসবের মঞ্চে দলীয় সঙ্গীত ও উপস্থিত নেতা-কর্মীদের একে- অপরকে মিষ্ঠিমুখ করতে দেখা যায়। বক্তব্যে নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস বলেন, কঠিন সংগ্ৰামের পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির দিল্লির সকল স্তরের নেতা-কর্মীদের নিরলস চেষ্টার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের নেতা বহুমতে জয় নিশ্চিত হয়েছে,এই জয় সমগ্ৰ ভারতের দলীয় নেতা -কর্মীদের জয়। তিনি আরো বলেন, আগামীতে শিলচরের পিরনিগম নির্বাচনে নিউ শিলচর মণ্ডলের অধীনে থাকা তেরোটি আসনে বিজেপি দলের প্রার্থীদেরকে স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন, কেননা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সমগ্ৰ শিলচরের সাথে নিউ শিলচর এলাকার সড়ক ও নালা-নর্দমা নির্মাণের কাজ জনস্বার্থে করে দেখিয়েছেন, তা অতুলনীয়।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির উপ-সভাপতি গোপাল রায়, সহ-সভাপতি অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক), অমর পাল, শিলচরের বিধায়কের স্ত্রী রুমলী চক্রবর্তী, মাপ্পী ভট্টাচার্য, হীরক দেবনাথ, সঞ্জীব দেবনাথ সহ অন্যান্য দলীয় নেতা-কর্মীরা।

দিল্লি জয়ে নিউ শিলচর মণ্ডল বিজেপির বিজয় উৎসব
দিল্লি জয়ে নিউ শিলচর মণ্ডল বিজেপির বিজয় উৎসব

Author

Spread the News