পাথারকান্দিতেও “পরীক্ষা পে চর্চা” কার্যক্রমের সরাসরি সম্প্রচার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : পাথারকান্দি সমজেলা প্রশাসনের উদ্দ্যোগে সোমবার প্রধানমন্ত্রীর “পরীক্ষা পে চর্চা” কার্যক্রমের সরাসরি সম্প্রচার করা হয়। এতে পরীক্ষায় পড়ুয়াদের অতিরিক্ত চাপ না নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন পাথারকান্দি সমজেলা প্রশাসনের উদ্যোগে ও সমগ্র শিক্ষা পাথারকান্দি খণ্ডের সহযোগিতায় চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজ প্রেক্ষাগৃহে স্কুল পড়ুয়াদের জন্য প্রচারিত  বিশেষ অনুষ্ঠান “পরীক্ষা পে চর্চা” কার্যক্রমে প্রধানমন্ত্রী বলেন জ্ঞান এবং পরীক্ষা দুটিকে ভিন্ন আঙ্গিকে দেখা উচিত। পরীক্ষাকে জীবনের সর্বস্ব হিসেবে দেখা উচিত নয় বলে  জানান। এমনকি তিনি তাঁদের পরিকল্পিতভাবে সময়ের সদ্ব ব্যবহার ও  করতে বলেন। সকাল এগারোটায় বৃহত্তর পাথারকান্দি এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সরকারি আধিকারিক ও কর্মচারীদের উপস্থিতিতে শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবামের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত সার্কেল অফিসার অদিতি নুনিসা ও ডিস্ট্রিক্ট অ্যাডিশ্যানেল কমিশনার রংবামন টেঁরঙ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। পরে এনিয়ে কথা বলতে গিয়ে পাথারকান্দি ব্লক প্রাথমিক শিক্ষাখণ্ড আধিকারিক বিশ্বজিৎ দে বলেন, “পরীক্ষা পে চর্চা” কার্যক্রমের জন্য ব্লকে ব্যাপক সংখ্যক রেজিষ্ট্রেশন জমা পড়েছে।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি পুষ্টিকর খাদ্য, সময়ের সঠিক ব্যবহার, লক্ষ্য স্থির করে পড়ায় মনোনিবেশ করা এবং লক্ষ্যে উপনীত হতে দৃঢ়তা রাখা, পড়াশুনা থেকে যাতে মানসিক চাপ সৃষ্টি না হয় তার জন্য পড়াশুনার পাশাপাশি অন্যান্য কার্যক্রম যোগাসন, প্রাণায়াম, অঙ্কন, সঙ্গীত, খেলাধুলায় ইত্যাদির সঙ্গে নিজেকে সামিল করার ও পরামর্শ দেন। তিনি প্রকৃতির সাথে নিজেকে জুড়ে রাখতে এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে বলেন।

পাথারকান্দিতেও "পরীক্ষা পে চর্চা" কার্যক্রমের সরাসরি সম্প্রচার

প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যা শুনেন এবং সেগুলির সুষ্ঠু সমাধান পথ ও খুঁজে দেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ সুভাষ সিনহা, চন্দ্রানী দাস, সিআরসিসি ইফতিকার হোসেন, সুব্রত দে প্রমুখ। এদিনের শিক্ষা খণ্ডের অধীন বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে ও প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা কার্যক্রমটি সরাসরি সম্প্রচারিত হবার ও খবর পাওয়া গেছে। এই বিশেষ উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং পরীক্ষাকে আনন্দময় অভিজ্ঞতায় রূপান্তর করতে সহায়ক হবে বলে অভিমত ব্যক্ত করেছেন উপস্থিত অতিথিরা।

পাথারকান্দিতেও "পরীক্ষা পে চর্চা" কার্যক্রমের সরাসরি সম্প্রচার
পাথারকান্দিতেও "পরীক্ষা পে চর্চা" কার্যক্রমের সরাসরি সম্প্রচার

Author

Spread the News