পুনর্গঠন শিবালিক পার্ক শ্রীদুর্গা মণ্ডপ কমিটি

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : শিবালিক পার্কে শ্রীদুর্গা মণ্ডপ কমিটির নয়া কমিটি গঠন করা হল। রবিবার এক সাধারণ সভায় নয়া কমিটি গঠন করা হয়েছে। সভাপতি  ওমকারনাথ রায় ও সাধারণ সম্পাদক হিসাবে প্রসেনজিৎ রায় চৌধুরী বহাল রয়েছেন।

এ দিন সভায় সভাপতি ওঙ্কারনাথ রায় স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায় চৌধুরী সম্পাদকীয় বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে তিনি বিগত তিনবছরের দুর্গা মণ্ডপের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি জানান, দুর্গা মণ্ডপ কমিটির অধীনে শিল্পকলা বিদ্যামন্দির এবার বঙ্গীয় সঙ্গীত পরিষদের স্বীকৃতি লাভ করেছে, এবং তার রেজিস্ট্রেশন সার্টিফিকেটও এসেছে। এরপর কোষাধ্যক্ষ রথিশরঞ্জন পাল আয় ব্যয়ের হিসাব দাখিল করেন। সাধারণ সম্পাদকের বক্তব্য ও কোষাধ্যক্ষের আয়ব্যায়ের হিসাব সাধারণ সদস্যরা করতালির মাধ্যমে অনুমোদন করেন।

আলোচনায় অংশ গ্রহণ করেন ডাঃ শিশিরাংশু দাসমজুমদার, ডাঃ দেবাশীষ পাল, অঞ্জন স্বামী, আশিস তরু পাল, পার্থসারথি চৌধুরী, শিবশঙ্কর ভট্টাচার্য, সন্তোষী দাস, সুতপা পাল, রথিশ রঞ্জন পাল প্রমুখ। আলোচনা শেষে  শিবালিক পার্ক শ্রীশ্রী দুর্গা মণ্ডপের আগামী তিন বছরের জন্য পরিচালন সমিতি গঠন করা হয়। ওমকারনাথ রায়কে সভাপতি এবং অঞ্জনকান্তি স্বামী ও রথীন্দ্রমহোন চৌধুরী সহসভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক হিসাবে প্রসেনজিৎ রায় চৌধুরী এবং দীপক দাশগুপ্ত ও সন্তষী দাসকে সহসম্পাদক মনোনীত হন। রথীশরঞ্জন পালকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যকরী সমিতির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয় ডাঃ দেবাশিস পাল, ডাঃ শিশিরঅংশু দাস মজুমদার, প্রসেনজিৎ বণিক, নিহির দেব, পার্থসারথী চৌধুরী, আশিসতরু পাল, সূতপা পাল দাস, সুপ্রিয় ভট্টাচার্য, দেবানন পাল বিশু দাস  গৌরী দাসগুপ্ত অপর্ণা দেব, পরিতোষ দাস এবং দেবব্রত ভট্টাচার্যকে।

পুনর্গঠন শিবালিক পার্ক শ্রীদুর্গা মণ্ডপ কমিটি
পুনর্গঠন শিবালিক পার্ক শ্রীদুর্গা মণ্ডপ কমিটি

Author

Spread the News