ড. ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার  হচ্ছে বাংলাদেশে

৬ আগস্ট : নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চান বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার ভোর ৪টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক ভিডিও বার্তায় জাতীয় সরকারের এই রূপরেখার কথা জানান তিনি। এসময় অন্য দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।

ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম। কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।

সমন্বয়কারীদের অভিযোগ, ছাত্র জনতার গণঅভুত্থানের অর্জনকে নস্যাৎ করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস, মন্দিরে হামলা, এখনো গোলাগুলির ঘটনা ঘটছে। আমরা সমন্বয়কারীদের মাধ্যমে সারাদেশে সবাইকে এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এর আগে সারাদেশে সহিংসতা এবং লুটপাট রোধে ওয়ার্ডভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সোমবার দিবাগত রাত দেড়টায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানান।
খবর : Daily Inqilab অনলাইন।

ড. ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার  হচ্ছে বাংলাদেশে

Author

Spread the News