গুয়াহাটিতে এসইউসিআইর সমাবেশ 

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : মাৰ্ক্সবাদী চিন্তানায়ক, এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয় গুয়াহাটিতে। সোমবার গুয়াহাটির জেলা গ্রন্থাগার হলে দলের অসম রাজ্য সম্পাদক ও কেন্দ্ৰীয় কমিটি সদস্য চন্দ্ৰলেখা দাসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরোর প্রবীণ সদস্য, প্ৰখ্যাত জননেতা অসিত ভট্টাচাৰ্য।
 
এই উপলক্ষে সকাল ৯ টায় দলের রাজ্য কমিটির কাৰ্যালয়ে পতাকা উত্তোলন ও শিবদাস ঘোষের প্ৰতিকৃতিতে মাল্যদান করে শ্ৰদ্ধা জ্ঞাপন করা হয়। দুপুর ১২ টায় আরম্ভ হওয়া সমাবেশে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে সহস্ৰাধিক কৰ্মী, সমৰ্থক, সাধারণ মানুষ সমবেত হয়।
সভার শুরুতে দলের বিভিন্ন জেলা কমিটি, গণ সংগঠন ও রাজ্য নেতৃত্ব শিবদাস ঘোষের প্ৰতিকৃতিতে মাল্যদান করে শ্ৰদ্ধা জানান। এরপর দলের কিশোর কমিউনিষ্ট বাহিনী  গাৰ্ড অফ অনার প্ৰদৰ্শন করে। এছাড়াও প্ৰতিকৃতিতে মাল্যদান করেন সভার মুখ্য বক্তা অসিত ভট্টাচাৰ্য, সভার সভাপতি চন্দ্ৰলেখা দাস,  দলের পলিটব্যুরোর অন্যতম সদস্য কান্তিময় দেব ও সুরজ্জামান মণ্ডল।  দলের সঙ্গীত গোষ্ঠী শিবদাস ঘোষের উপর রচিত সংগীত পরিবেশন করে।

সভায় কেরেলা, হিমাচল প্ৰদেশ ও উত্তরাখণ্ডে বিধ্বংসী ভূমিস্খলনে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্ৰস্তাব পাঠ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় ব্ৰহ্মপুত্ৰ নদীর বিধ্বংসী ভাঙ্গন বিজ্ঞানসম্মত ভাবে প্ৰতিরোধের ব্যবস্থা গ্ৰহনর দাবি ও নিত্য প্ৰয়োজনীয়  সামগ্ৰীর আকাশলঙ্ঘী মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণে অত্যাবশ্যকীয় সামগ্ৰিক রাষ্ট্ৰীয় বাণিজ্য প্ৰবৰ্তনের দাবিতে প্ৰস্তাব গৃহীত হয়।

সভার মুখ্য বক্তা, প্ৰখ্যাত জননেতা অসিত ভট্টাচাৰ্য মহান মাৰ্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষের স্মরণ দিবসে তাঁর প্ৰতি গরীব বিপ্লবী শ্ৰদ্ধা জানিয়ে তিনি বলেন স্বাধীনতা পরবৰ্তী সময়ে সমগ্ৰ দেশের জনসাধারন ক্ৰমান্বয়ে দরিদ্র থেকে আরো দরিদ্র হচ্ছে। আকাশলঙ্ঘী মূল্যবৃদ্ধি, অসহনীয় বেকার সমস্যা, তীব্ৰ অৰ্থনৈতিক সংকট, সীমাহীন দূৰ্নীতি ও ভয়াবহ নৈতিক সংকট ইত্যাদি দেশে বিরাজ করছে। এই অবস্থায় থেকে মুক্তি পেতে সমগ্ৰ দেশের জনসাধারণকে প্ৰকৃত বামপন্থী আদৰ্শের ভিত্তিতে ধারাবাহিক শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার তিনি আহ্বান জানান।
আন্তৰ্জাতিক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

Author

Spread the News