স্ত্রীকে পিটিয়ে হত্যা করলেন শিক্ষক স্বামী
বরাক তরঙ্গ, ৬ মে : রাজ্যে আরেকটি খুনের ঘটনা ঘটেছে। নিতিকেশ গোস্বামী নামে একজন শিক্ষক তার স্ত্রী পঙ্খী সন্দিকৈকে হত্যা করেন।
জানা যায়, নিতিকেশ দাস সরকারি স্কুলে কর্মরত শিক্ষক। আজ থেকে ছয় মাস আগে তাদের বিয়ে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দু’জনের পরিচয় হয়।
নিতাইপুখুরি থানার অন্তর্গত দুয়ারিসিগা গ্রামের বাসিন্দা ভৈরব সন্দিকৈর বড় মেয়ে পঙ্খী সন্দিকৈ (২২) বলে প্রতিভাবান যুবতী ছিলেন। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন পঙ্খী। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিলেন। তিনি শিবসাগর ছাত্র একতা সভার সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মডেলিং, অ্যাঙ্করিং এবং অভিনয়ে আগ্রহী ছিলেন।
বিয়ের পর নিতিকেশ কাজের জন্য নামরূপে থাকতেন। প্রাথমিকভাবে, তারা সুখী বিবাহিত ছিল। বিয়ের পর নিতিকেশের স্ত্রী পঙ্খী সন্দিকৈ জানতে পারেন বিভিন্ন নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং পঙ্খীর জীবন সঙ্কটে পড়ে।
২ মে নীতিকেশকে একটি বিহু অনুষ্ঠান থেকে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছিল এবং হত্যাকে আত্মহত্যায় পরিণত করার জন্য তাকে দড়ি দিয়ে ঝুলিয়েছিল। এরপর নিতিকেশ স্থানীয় ও পরিবারের সদস্যদের জানান যে তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য অসম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
নির্যাতিতার বাবা ভৈরব সন্দিকৈ নমরূপ থানায় নিতিকেশ দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই নিতিকেশ পঙ্খীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। বিভিন্ন যুবতীর সঙ্গে নিতিকেশের অবৈধ সম্পর্ক রয়েছে।