“জনগণ চাইলে ফ্লাইওভার নির্মাণ হবে, বিরোধিতা করলে হবে না” স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শর্মা

বড়জালেঙ্গায় মুখ্যমন্ত উদ্যামিতা চেক বিতরণ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণ নিয়ে বিরোধিতার বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী জানালেন—উন্নয়নই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য। শনিবার বড়জালেঙ্গায় উদ্যমিতা চেক বণ্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার প্রসঙ্গে স্পষ্ট জানান, “জনগণ চাইলে ফ্লাইওভার নির্মাণ হবে, বিরোধিতা করলে হবে না।” তিনি আহ্বান জানান, উন্নয়নের স্বার্থে প্রত্যেককে এই প্রকল্পের পাশে দাঁড়াতে হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার বিতর্কে জড়াতে চায় না; উন্নয়নই রাজ্য সরকারের প্রধান অঙ্গীকার। বরাকবাসীর দীর্ঘদিনের দাবি মাথায় রেখেই শিলচরে ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। জনগণের সমর্থন মিললেই খুব শিগগিরই শুরু হবে নির্মাণকাজ।

এ দিন ধলাই বিধানসভা এলাকার বরজালেঙ্গা পাইওনিয়ার সংঘ ময়দানে আজ ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যামিতা অভিযান’-এর অধীনে প্রায় ২০,০৯৯ জন মহিলার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মহিলারা এই আর্থিক সহায়তা কাজে লাগিয়ে সফলভাবে ব্যবসা গড়ে তুলতে পারলে পরবর্তী পর্যায়ে ২৫ হাজার টাকা, এরপর ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তাও প্রদান করা হবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য রাজ্যের প্রতিটি মহিলাকে ‘লাখপতি বাইদেউ’ হিসেবে গড়ে তোলা। মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে মাইলফলক বলেই উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ধলাই বিধানসভা এলাকায় অতিরিক্ত ৩ হাজার মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি আগামী ১ জানুয়ারি থেকে কলেজছাত্রীদের মতো কলেজের ছাত্ররাও সরকারি আর্থিক সহায়তা পাবে। চা-বাগান এলাকায় বসবাসকারী পরিবারদের জমির পট্টা বিতরণের কাজও শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *