দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : অগপর নবগঠিত শিলচর বিধানসভা কেন্দ্র কমিটির প্রথম কার্যকরী সভা রবিবার সন্ধ্যায় শিলচরের ট্রাঙ্ক রোডস্থিত অগপ কাছাড় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কেন্দ্র কমিটির নবনিযুক্ত সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন)। সভায় উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজিত শর্মা ও মোমিনুল হক লস্কর, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হোসেন লস্কর, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর, জেলা সম্পাদক দীপ ভট্টাচার্য সহ বহু নেতৃবৃন্দ। নবগঠিত সদস্যদের জেলা নেতৃবৃন্দ গলায় অসমীয়া ফুলন গামছা পরিয়ে শুভেচ্ছা জানান।
আলোচ্যসূচিতে ছিল বুথ কমিটির পুনর্গঠন ও সংগঠনকে আরও দৃঢ় ও জনমুখী করার কৌশল প্রণয়ন। সভায় বক্তৃতাকালে সংখ্যালঘু পরিষদের সভাপতি হায়দর হোসেন লস্কর বলেন, অগপ দল জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে জনগণের স্বার্থে কাজ করে চলেছে। দলের প্রতিটি সদস্যকে জনগণের পাশে থাকতে হবে। যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর বলেন, অগপ দলের ত্যাগ ও আত্মবলিদানের ইতিহাস বহন করছে। দলের সাফল্যের জন্য নেতা-কর্মীদের একযোগে আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। সভাপতি সৌম্যদ্বীপ ভট্টাচার্য তাঁর বক্তব্যে দলের কেন্দ্রীয় সভাপতি অতুল বরা, কার্যকরী সভাপতি কেশব মোহন্ত, দুই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক কে এইচ বিমলেন্দু সিংহ ও সুনীল ডেকা জেলা কমিটির সকল স্তরের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিলচর বিধানসভা কেন্দ্র কমিটি সংগঠনকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করবে। তিনি বুথভিত্তিক সাংগঠনিক উন্নয়নের মাধ্যমে দলকে মজবুত করার আহ্বান জানান।সভায় সম্পাদক সুব্রত চন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা সমষ্টি কমিটির উপ-সভাপতি প্রদীপ সিনহা, সুমনকান্তি দাস ও কে. কমল সিংহ, সম্পাদক বিক্রম মিশ্র সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভার সুষ্ঠু পরিচালনায় সহায়তা করেন জেলা সাধারণ সম্পাদক সুজিত শর্মা ও মোমিনুল হক লস্কর। সভাটি “জয় আই অসম” ধ্বনি উচ্চারণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।


