ভরাখাই চা-বাগানে হাহাকার, রেশন প্রদান জেলা প্রশাসনের
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : তিন সপ্তাহ ধরে নেই কাজ, নেই তলব। ভরাখাই চা-বাগানে হাহাকার পরিস্থিতি বিরাজ করছে। বুধবার কাছাড় জেলা প্রশাসন ও বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং বরাক উপত্যকা চা যুব কল্যাণ সমিতি উদ্যেগে ভরাখাই চা বাগানে রেশন বিতরন করা হয়। এ দিন বরাক চা শ্রমিক ইউনিয়নের পদাধিকারী রাধেশ্যাম কৈরী, বাবুল নারায়ণ কানু এবং দুর্গেশ কুর্মী চা যুব কল্যাণ সমিতির পক্ষে সভাপতি লালনপ্রসাদ গোয়ালা, দুই সাধারণ সম্পাদক বিশ্বজিত কৈরী ও গঙ্গাসাগর কর্মকার, মুখ্য সাংগঠনিক সম্পাদক চৌধুরী চরন ভর উপস্থিত থেকে এই রেশন সামগ্রীগুলি চা শ্রমিকদের মধ্যে বিতরণ করেন।
উল্লেখ্য, বেশ কিছু দিন থেকে ভরাখাই চা বাগান বন্ধ হয়ে রয়েছে এবং এক্ষেত্রে শ্রমিকরা কাজহারা হয়ে খুবই কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন। বিষয়টি ইতিমধ্যে বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে মালিক পক্ষকে সমাধানে আসতে আহবান জানিয়েছেন। প্রায় দুইশত ষোল জন শ্রমিকদের হাতে রেশন সামগ্রী তুলে দেন শ্রমিক ইউনিয়ন ও চা যুব কল্যাণ সমিতির কর্মকর্তারা সামগ্রীগুলির মধ্যে ছিল চাউল, ডাল, লবণ, তেল অত্যন্ত সুন্দর ভাবে ভরাখাই চা বাগানের নাচঘরে শ্রমিকরা সমবেত হয়ে এই সামগ্রীগুলি গ্রহণ করেন।
বিতরণ পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ নুনিয়া, অনিলকুমার বারই, সুকুমার সোনার, বিপ্লব মাঝি, জগৎ কুর্মী, রাজেশ কানু, দীপ নুনিয়া এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমজাদ হুসেন ও রাধাকৃষ্ণ শর্মা। শ্রমিকদের ছয় কেজি চাউল, এক কেজি ডাল, এক লিটার তেল ও এক কেজি লবণ প্রদান করা হয়।