নির্বাচিত প্রতিনিধিহীন পুরবোর্ডের নেওয়া সিদ্ধান্তগুলো জন্ম দিচ্ছে ক্ষোভের

বরাক তরঙ্গ, ১ জুলাই, সোমবার,
শিলচর শহরের নাগরিকরা পুর প্রতিনিধির অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন। প্রতিনিধিহীন হয়ে পড়া ওয়ার্ডগুলোর জনগণ একের পর এক সমস্যার সম্মুখীন হলেও বলার কোন জায়গা নেই। ফলে সমস্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর ক্ষোভ পঞ্জিভূত হচ্ছে জনমনে। যেকোনও সময় এই ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে।

পুরসভায় নির্বাচিত কোনও প্রতিনিধি না থাকায় সমস্যাগুলো নিয়ে বোর্ডে কথা বলার কেউ নেই। প্রশাসনের দ্বারা পরিচালিত পুরবোর্ড একতরফা ভাবে একটার পর একটা নেওয়া সিদ্ধান্তগুলো জনগণের মধ্যে ক্ষোভ জন্ম দিচ্ছে। জলের কর বাড়ানো, ফর্মের দাম বাড়ানো, ট্রেড লাইসেন্সের হার আকাশ ছোঁয়া। এলাকাভিত্তিক জমির মূল্য বাড়িয়ে দেওয়ার কর বেড়েছে অস্বাভাবিক হারে। নির্বাচিত বোর্ড থাকলে বিরোধী পুর কমিশনাররা আপত্তি বা প্রতিবাদ করতেন। এবং বৃদ্ধি কিছুটা হয়তো কমত। শুধু তা নয়, মানুষ পুর কমিশনারদের কাছে গিয়ে তাঁদের দাবি জানাতে পারতেন।

২০২০ সাল থেকে শিলচরে পুরসভায় নির্বাচিত কোন বোর্ড নেই। সরকারি কার্যনির্বাহী অফিসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আর নির্বাচিত প্রতিনিধি না থাকায় এখন সরকারি অফিসার ও কেরানিদের কথাই শেষ কথা। এই পরিস্থিতিতে শহরবাসী পুর জনপ্রতিনিধির অভাবটা টের পাচ্ছেন। পুরসভা থেকে পুর নিগমে উন্নীত হলে আর নির্বাচন হয়নি। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন শিলচরের সাংসদ ও বিধায়করা চাইলে নির্বাচন করে নেবেন। কিন্ত পুর নিগমের নির্বাচনের জন্য কতটা প্রস্তুত প্রশাসন তা জানাননি কেউই। নির্বাচনী এলাকা, ভোটার তালিকা প্রস্তুতি চূড়ান্ত কী সেকথাও কেউ বলেননি। যদি এসব চূড়ান্ত হয় তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে শিলচরের পুর নিগম বা বোর্ডের নির্বাচন করা হোক।

Author

Spread the News