শনিবার থেকে শুরু হচ্ছে অম্বুবাচী, ভক্তদের ভিড়

বরাক তরঙ্গ, ২২ জুন : আজ, শনিবার থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। এরপর তিন দিন চলবে এই উৎসব। অম্বুবাচী প্রবৃত্তিঃ অর্থাৎ শুরু হবে ২২ জুন, ৭ আষাঢ় ঘ ৬/৩১/১৫ এবং ২৫ জুন, ১০ আষাঢ় রাত ১/০/৩৬ গতে এর নিবৃত্তিঃ অর্থাৎ সমাপ্তি হবে। সতীপিঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহা মেলার আয়োজন হয়।

অম্বুবাচীর প্রবৃত্তির সময় হল- ৭ আষাঢ় (২২ জুন) শনিবার সকাল ৮টা ৪৩ মিনিটে। মেলা চলবে আজ থেকে ২৫ জুন পর্যন্ত। সেই অনুযায়ী মঙ্গলবার ২৫ জুন রাত ৯টা ০৭ মিনিটে শেষ হবে অম্বুবাচী মেলা।

প্রতিবারের মতো এ বছরও ইতিমধ্যেই অসংখ্য ভক্ত মা কামাখ্যা ধামে ভিড় করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসেছেন।দেশ-বিদেশের বহু সাধু-সন্ন্যাসীও।

রাজ্য সরকার এবং জেলা প্রশাসন ইতিমধ্যেই অম্বুবাচী মেলার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। যথারীতি ভক্তদের সেবা দিতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নগর পুলিশের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পুলিশের মহাপরিচালক জিপি সিং বলেন, মন্দির ও ভক্তদের নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা করা হয়েছে।

প্রচলিত বিশ্বাস ও ঐতিহ্য অনুসারে, অহর মাসে মৃগাসীরা নক্ষত্রের তিন পর্বের শেষে চতুর্থ পর্ব থেকে শুরু করে আদ্য নক্ষত্রের প্রথম পর্বে পৃথিবী ঋতুস্রাব হয়। এই সময়ে অম্বুবাচী পালিত হয়। এই সময়কালে গুয়াহাটির নীলাচল পাহাড়ে মা কামাখ্যা মন্দিরে শক্তির ব্যাপক উপাসনা হয়।

এ দিকে, দ্বিতীয় কামাখ্যা মন্দিরটি নগাঁও জেলার কলিয়াবর শিলঘাটে অবস্থিত। নীলাচলের তীরে মা কামাখ্যা মন্দিরের মতো এখানেও বছরের পর বছর ধরে পূজা চলে।

কলিয়াবর শিলঘাটের কামাখ্যা মন্দিরের প্রধান ফটক শনিবার সকাল ৮টা ৩৫মিনি ১৪ সেকেন্ডে বন্ধ করে দেওয়া হয়।

২৫ জুন মঙ্গলবার রাত ৮ টা ৫৯ মিনিট ২৩ সেকেন্ড মূল দরজাটি আবার খুলবে। সীমিত সংখ্যক ভক্তের মধ্যে এখানে অম্বুবাচীর সমস্ত আচার পালন করা হবে।

Author

Spread the News