শ্ৰীভূমি জেলা কারাগার থেকে ফের গ্রেফতার আচার্য মহবুবুল হক
মামলা বিষয়ে জানেনই না বাদী
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : শ্ৰীভূমি জেলা কারাগার থেকে ইউএসটিএমের আচার্য মহবুবুল হককে পুনরায় গ্রেফতার করা হয়েছে। ঢেকিয়াজুলি থেকে আসা পুলিশসুপার নেতৃত্বে একটি দল কারাগারে উপস্থিত হয়ে তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর সাংবাদিকরা তাঁকে কিছু প্রশ্ন করেন। সেই সময় মহবুবুল হক আবেগভরে বলেন, “আমার জনয় দোয়া করুন।”
এদিকে, ঢেকিয়াজুলি থানায় যে মামলার ভিত্তিতে ইউএসটিএম আচার্য মহবুবুল হককে পুনরায় গ্রেফতার করা হয়েছে সেই মামলার বাদী মুকসেদ আলি মামলা রুজু করার কথা অস্বীকার করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান তার এক পুত্র ইউএসটিএম-এ দ্বাদশ শ্রেণীতে পাঠরত। ঢেকুয়াজুলি থানার ওসি তাকে থানায় ডেকে নিয়ে বলেন তার ছেলে মারপিঠের সঙ্গে জড়িত রয়েছে বলে একটি কাগজে জোর করে সই আদায় করেন। তিনি মহবুবুল হকের বিরুদ্ধে কোন মামলা দায়ের করেননি।