১৫ জানুয়ারি থেকে শিলচর ডিএসএ-র ক্রিকেট মরশুম শুরু

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : গত বারের মতো এবারেও শিলচর ডিএসএ-র ক্রিকেট মরশুম শুরু হচ্ছে জানুয়ারি মাসে। সংস্থার ক্রিকেট শাখা সচিব নিরঞ্জন দাস জানান, গত বছর শুরু হয়েছিল ২ জানুয়ারি। এবারে হবে ১৫ জানুয়ারি থেকে। এ বছর শিলচর ডিএসএ পর্যায়ের এপিসিসি আসরে ছয়টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে রাজ্যস্তরে বর্তমান চ্যাম্পিয়ন ইটখলা এসিও রয়েছে। সুপার ডিভিশনের পাঁচটি দলের পাশাপাশি এবার এ ডিভিশনের দল উত্তরপাড়া ক্লাবকে এপিসিসি-তে খেলতে দেখা যাবে। তারা থাকছে ইটখলা এসি এবং ইউনাইটেড ক্লাবের সঙ্গে এ গ্রুপে। অন্যদিকে , বি গ্রুপে রাখা হয়েছে ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব ও টেবিল টেনিস ক্লাবকে। উভয় গ্রুপের প্রথম দু’টি দল সেমিফাইনালের টিকিট পাবে। এরপর চ্যাম্পিয়ন দল জোনাল পর্যায়ে খেলার সুযোগ পাবে।

জেলা ক্রীড়া সংস্থার সংস্থার ক্রিকেট শাখার এক বৈঠকে ঠিক হয়েছে শুরুতেই হবে অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের (এপিসিসি) ম্যাচগুলি। কারণ, অসম ক্রিকেট সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, এপিসিসি-র ডিএসএ পর্যায়ের খেলাগুলি ৩১ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। ফলে, এপিসিসি দিয়েই হবে মরশুম শুরু করার ভাবনা। এপিসিসি-র পরে হবে সুপার ডিভিশন। এবারের সুপার ডিভিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট শাখা। এপিসিসি-তে ভিনজেলার বা অন্য ডিএসএ-র নথিভুক্ত সর্বাধিক দু’জন ক্রিকেটার খেলতে পারেন ‘গেস্ট প্লেয়ার’ হিসাবে। কিন্তু দেখা যায়, শিলচরের বিভিন্ন ক্লাবের ক্রিকেটার অন্য জেলায় গিয়ে নামে বেনামে খেলে দিচ্ছেন। পরে তারা আবার শিলচরের ক্লাব লিগে অংশ নিচ্ছেন। এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, যারা গেস্ট প্লেয়ার হিসাবে অন্য জেলায় নথিভুক্ত থাকবেন, তাদের ছাড়া বাকি যারা অবৈধভাবে অন্য ডিএসএ-তে খেলবেন তারা পরে আর শিলচরের ক্লাব লিগে খেলার সুযোগ হারাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *