পঞ্চম ও নবম শ্রেণির পড়ুয়াদের সাইকেল দেওয়া হবে : মুখ্যমন্ত্রী

‘প্রেরণা’ শীর্ষক নতুন পরিকল্পনার উদ্বোধন

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : গুয়াহাটির শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল অসম সরকারের ‘প্রেরণা’ শীর্ষক নতুন পরিকল্পনার উদ্বোধন অনুষ্ঠান। রাজ্যের দশম শ্রেণির শিক্ষার্থীদের স্টাইপেন্ড প্রদান উপলক্ষে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। আর্থিক অবস্থার পরোয়া না করে অসমে স্থায়ীভাবে বসবাসকারী সকল শিক্ষার্থীর জন্যই এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার।

সরকারের ঘোষণামতে, ২০২৫ সালের নভেম্বর মাস থেকে চার মাসের জন্য দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা করে জলপানি পাবে। এই সুবিধা পেতে শিক্ষার্থীদের অবশ্যই অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের অধীনস্থ বিদ্যালয়ের হতে হবে। পাশাপাশি, আদৰ্শ বিদ্যালয়ে অধ্যয়নরত সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার্থীরাও ‘প্রেরণা’ প্রকল্পের জন্য যোগ্য বলে ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, এবার থেকে পঞ্চম শ্রেণিতে দেওয়া হবে সরকারি সাইকেল। পঞ্চম শ্রেণি ও নবম শ্রেণিতে—দু’বার সাইকেল প্রদান করা হবে।”

এছাড়াও, মুখ্যমন্ত্রী জানান যে ‘প্রেরণা’ প্রকল্পের জলপানি আগামী বছর থেকে চার মাসের বদলে ছয় মাসের জন্য প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *