হাইলাকান্দিতে পূজা দেখলেন মুখ্যমন্ত্রী

হাইলাকান্দিতে পূজা দেখলেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : হাইলাকান্দিতে পুজোয় আনন্দের মাত্রা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। গত মাস তিনেক আগে তিনি হাইলাকান্দিতে পৌঁছে পুজোয় আসবেন বলে কথা দিয়েছিলেন আর শনিবার মহাসপ্তমীর দিনে হাইলাকান্দিতে পৌঁছে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মহাসপ্তমীর গোটা দিন হাইলাকান্দিতে কাটালেন মুখ্যমন্ত্রী। এদিন এক এক করে ১১ টি মণ্ডপ পরিদর্শন করে দুর্গা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

হাইলাকান্দিতে পূজা দেখলেন মুখ্যমন্ত্রী

পূর্বসূচি অনুযায়ী সকাল ১০টা ৩৫ মিনিটে কুম্ভিরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর সড়ক পথে বেলা ১২টা ১৫ মিনিটে হাইলাকান্দিতে এসে পৌঁছান। হাইলাকান্দি পৌঁছে প্রথমেই আশ্রম রোডের ভৈরব বাড়িতে উপস্থিত হন তিনি। সেখানে মণ্ডপ পরিদর্শন শেষে মায়ের চরণে পুষ্পাঞ্জলি ও নিবেদন করেন মুখ্যমন্ত্রী। এরপর একে একে লক্ষীশহর কালীবাড়ি, নতুন পাড়ার বানেশ্বর শিব মন্দির, এসএস রোডের বারোয়ারি কালীমন্দির, হার্বাটগঞ্জ বাজার কালীমন্দির, একাদশ শহিদ সরণীর দুর্গাবাড়ি, বিবেকানন্দ রোডের যুব সমিতি, গাছ তলার নেতাজি রাইসমিল, হাইলাকান্দি শহরের কাটলিছড়া বাস স্ট্যান্ডের ডিস্ট্রিক্ট মোটর ট্রান্সপোর্ট ইউনিয়নের পূজা, শিববাড়ি এবং সব শেষে রামকৃষ্ণ সেবাশ্রমের পূজা মণ্ডপে উপস্থিত হয়ে পূজার্চনায় যোগদেন মুখ্যমন্ত্রী।

এদিন বেলা আড়াইটা পর্যন্ত হাইলাকান্দি শহরের মোট ১১টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন তিনি। শেষে মুখ্যমন্ত্রী বিকেল তিনটার সময় হাইলাকান্দি থেকে শিলচর অভিমুখে রওয়ানা দেন।

Author

Spread the News