জানুয়ারিতে শিলচরের এলিভেটেড করিডর নির্মাণ কাজ  শুরু হওয়ার সম্ভাবনা : মুখ্যমন্ত্রী

মধুরাঘাটে সেতুর শিলান্যাস হিমন্ত বিশ্ব শর্মার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : জানুয়ারি মাসে শিলচরের প্রস্তাবিত এলিভেটেড করিডর নির্মাণ কাজ  শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এলিভেটেড করিডর নির্মাণ কাজের সময় যানজট সমস্যা নিরসন সহ নাগরিকদের মতামতের ওপর জেলা কমিশনার একটি প্রতিবেদন দাখিল করবেন। ডিসেম্বর মাসে এই প্রতিবেদন সহ যাবতীয় কাজকর্ম শেষ হবার পর জানুয়ারি থেকে শিলচরের এলিভেটেড করিডরের নির্মাণ কাজ শুরু হবে। রবিবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা । বরাক উপত্যকার দ্বিতীয় দিনের সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর শহরের মধুরাঘাটে বরাক নদীর ওপর আরও একটি নতুন সেতুর শিলান্যাস করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল নতুন একটি সেতু নির্মাণের। শেষ পর্যন্ত সেই দাবিই পূরণ হতে চলেছে।

এই সেতু নির্মাণের জন্য সরকার ১০১ কোটি টাকা বরাদ্দ করেছে। সেতুটির দৈর্ঘ্য হবে ৩৪০ মিটার। আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিলের অধীনে বরাক নদীর ওপর শিলচর মধুরাঘাটের গান্ধীঘাটে আরসিসি সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার সকালে শিলান্যাস করা এই সেতুর প্রকল্প ব্যয় ১০১ কোটি টাকা ধার্য করা হয়েছে। সঙ্গে মধুরাঘাট থেকে ক্যাপিট্যাল পয়েন্ট অবধি সড়কের উন্নতিকরণ করা হবে। সেতুর বিবরণ হলো দৈর্ঘ্য: ৩৪০ মিটার, সাবস্ট্রাকচার: অ্যাবাটমেন্ট ২টো, পায়ার ৪টা, প্রস্থ ৭.৫০ মিটার,সুপারস্ট্রাকচার পিএসসি, বক্স গার্ডার এবং স্ল্যাব ,স্প্যান ৫টা, অ্যাপ্রোচের দৈর্ঘ্য: ২৮০ মিটার
ফাউন্ডেশন।

পাইল ফাউন্ডেশন শিলান্যাস অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন ইত্যাদি বিভাগের মন্ত্রী কৌশিক রায়, দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরকায়স্থ, তিন বিধায়ক মিহিরকান্তি সোম, দীপায়ন চক্রবর্তী ও কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা কমিশনার মৃদুল যাদব, সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতীম দাস, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *