কালাইনে হাত ও কোমর বাধা অবস্থায় মাথা থেঁতলে যাওয়া যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ভয়ঙ্কর ঘটনা! লোহার শিকল দিয়ে হাত এবং কোমর বাধা সড়কের উপর মাথা থেঁতলে যাওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার হল কালাইনে। শুক্রবার ভোরে কালাইনের কাঁকড়াখালে জাতীয় সড়কে পড়ে থাকা লাশটি প্রথমে পথচারীদের নজরে পড়ে। খবর দেওয়া হয় পুলিশে। কালাইন পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। গাড়ির চাকা মাথার উপর দিয়ে চলে যাওয়ায় মুখমণ্ডল পুরো থেঁতলে যায়। ফলে মৃতদেহটি সনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহের পরনে ছিল শুধুমাত্র একটি হাফপ্যান্ট।
এ দিকে, মৃত যুবকের হাত এবং কোমর শিকল দিয়ে বাধা থাকায় জনমনে নানা প্রশ্ন উঁকি মারছে। দুষ্কৃতীরা যুবককে অপহরণের পর খুন করে হয়তো কোন ক্লু না রাখতে সড়কে রেখে তার উপর দিয়ে গাড়ির চাকা নিয়ে যায়। না হয় যুবকটি মানসিক রোগী। ঘর থেকে হাত ও কোমর বাধা অবস্থায় ছুটে এসে দুর্ঘটনা শিকার হয়েছে। এভাবে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। খুন না দুর্ঘটনা এ নিয়ে জনতার সঙ্গে পুলিশও দ্বন্দ্বে রয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার আসল রহস্য বের হবে বলে আশাবাদী জনতা।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।